এইদিন স্পোর্টস নিউজ,১৮ জুলাই : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিশ্বকাপজয়ী চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ভিডিওটিতে বর্ণবিদ্বেষের যথেষ্ট উপাদান রয়েছে। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়লেন ব্রিটিশ দলবদলে রেকর্ড গড়া এই মিডফিল্ডার। নিজের কৃতকর্মের জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন এনজো।
তবু পার পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ গঠন করতে যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি। এনজোর বিরুদ্ধে অভিযোগ বর্ণবাদ এবং বৈষম্যমূলক আচরণের। ইতোমধ্যে ফ্রান্স ফুটবল ফেডারেশনও (এফএফএফ) তার বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশ করেছে। কারণ, বর্ণবিদ্বেষ করা হয়েছে ফরাসি ফুটবলারদের।
এনজোর পোস্ট করা ভিডিওতে দেখা যায় ফ্রান্সের কালো ফুটবলারদের উদ্দেশ্য করে নেতিবাচক স্লোগান দেওয়া হচ্ছে। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উদযাপন করতে গিয়ে আর্জেন্টিনা দলের কিছু খেলোয়াড় এমন কাণ্ড ঘটিয়েছেন। এনজোর ক্লাব সতীর্থ ওয়েসলি ফোফানা এই ঘটনাকে দুঃখজনক এবং অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন।
বিতর্কের মুখে পোস্ট করা ভিডিওটি সরিয়ে ফেলেছেন এনজো। এরপর ক্ষমাও চেয়েছেন নিজের ভুলের জন্য। কিন্তু তাতে শেষ রক্ষা হচ্ছে না তার। কঠিন শাস্তি পেতে যাচ্ছেন তিনি। আশঙ্কা করা হচ্ছে, জরিমানা এবং নিষেধাজ্ঞা দুই ধরনের শাস্তি পাবেন চেলসির আর্জেন্টাইন তারকা। ফিফা এবং চেলসি দুই জায়গা থেকেই শাস্তি পেতে পারেন এনজো।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেনফিকা ছেড়ে চেলসিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা। তার চুক্তি ছিল ১০৭ মিলিয়ন পাউন্ডের। যেটি ব্রিটিশ ফুটবলের ইতিহাসে দলবদলের সর্বোচ্চ চুক্তির রেকর্ড। যদিও বিপুল পরিমাণ অর্থ খরচ করেও এর সুফল পায়নি চেলসি। পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে প্রায় দেড় বছরের অধ্যায়ে আহামরি কিছু করতে পারেননি তিনি। উল্টো উদ্ভট কাণ্ড ঘটিয়ে ক্লাবকে বিব্রতকর অবস্থায় ফেলে দিলেন এনজো।।