এইদিন স্পোর্টস নিউজ,২২ নভেম্বর : ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় পেল আর্জেন্টিনা । রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে লা আলবিসেলেস্তেদের হয়ে একমাত্র গোলটা করেন নিকোলাস ওটামেন্ডি । গ্যালারিতে দুই দলের দর্শকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে দর্শকদের ওপর পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় । শেষে প্রায় আধ ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচ । যদিও গ্যালারিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ মাঠেও দেখা গেছে। প্রথমার্ধের বেশিরভাগ সময় শারীরিক প্রদর্শনীতে মেতে ছিলেন দুই দলের খেলোয়াড়রা। সফরকারীদের চেয়ে বেশি চড়াও ছিল ইয়োলো জার্সিধারীরা। প্রথমার্ধেই ১৩টি ফাউল করেছে স্বাগতিক ব্রাজিল । বিপরীতে তিনটা ফাউল করেছে আর্জেন্টিনা।
এই সময় ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস ও রাফিনহা। শারীরিক প্রদর্শনীতে ব্যস্ত থাকলেও প্রথমার্ধে গোল করার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই । প্রথমার্ধের সে রেশ ছিল বিরতির পরও। যদিও এই অর্ধে গোলের চেষ্টা করেছে উভয় দল। অবশেষে ম্যাচের ৬৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসোর কাছ থেকে বল পেয়ে জালে বল জড়ান ডিফেন্ডার ওটামেন্ডি। সেই গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালিয়েছে ব্রাজিল । কিন্তু ম্যাচের ৮১ মিনিটে দশ জনের দল নিয়ে তাদের প্রতি আক্রমণে যেতে হয় । কারন ডি পলকে ফাউল করে লাল কার্ড দেখেন ব্রাজিলের জোয়েলিন্টন । একজন খেলোয়াড় কম নিয়েও শেষদিকে আর্জেন্টিনা শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয় ব্রাজিল । যদিও তারা কাজের কাজ করতে পারেনি । শেষে পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় ফার্নান্দো দিনিজের শিষ্যদের ।।