এইদিন স্পোর্টস নিউজ,১০ জুলাই : আবারও কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা । বুধবার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে প্রথমবারের মতো সেমিফাইনালে আসা কানাডাকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির নেতৃত্বাধীন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।মেসি এই ম্যাচে গোলের খাতা খোলার পাশাপাশি জুলিয়ান আলভারেজের গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচের ২২ মিনিটে আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৫৭ মিনিটে কানাডার ডি বক্সে বিশৃঙ্খলার সুযোগ নেন মেসি। ক্যারিয়ারের ষষ্ঠ কোপা আমেরিকা আসরে গোল পেলেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী এই তারকা।
এই ম্যাচে জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয়ের সুযোগ তৈরি করেছে আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে অথবা কলম্বিয়া। কানাডা এ ম্যাচে গোলের জন্য বেশ চেষ্টা করেছিল । গোলমুখে তাদের দুটি শট ছিল। কিন্তু দুবারই বাধা হয়ে দাঁড়ান আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। প্রথমবার কোপা আমেরিকায় অংশগ্রহণ করেই সেমিফাইনালে উঠে নজির গড়েছে কানাডা।৮০ হাজার দর্শক হাজির ছিলেন এই ম্যাচে।
মেসিদের সামনে এখন টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের হাতছানি। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে অবস্থিত হার্ড রক স্টেডিয়ামে। গত কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর তারা বিশ্বকাপও জয় করে। জাতীয় দলের হয়ে দুটি শিরোপা এখন মেসির। তৃতীয় শিরোপার আশায় এখন তিনি।।