এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ ডিসেম্বর : মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে প্রথমে বাংলাদেশ, তারপর বাংলাদেশ-ভারত সীমান্ত টপকে কাতারে কাতারে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে রোহিঙ্গাদের দল । এদেশে আসার পর পেট চালাতে তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে । শুক্রবার উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতি মামলায় তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ফের একবার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নাম সামনে আসছে । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেহ প্রকাশ করেছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী দল ও সিআরপিএফের উপর হামলায় রোহিঙ্গারাই জড়িত । এবার একই সন্দেহ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় ।
শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন তিন ইডির আধিকারিকের স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন,’যাদের লেলিয়ে দেওয়া হল তারা আদপেই ভারতবর্ষের নাগরিক তো ? তারা নৌকা করে ভারতে আসেনি তো?’ এখন শোনা যাচ্ছে যে ইডির উপর হামলার ঘটনার সময়ে সরবেড়িয়া গ্রামে নিজের বাড়িতেই ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখ ।
জানা গেছে,সন্দেশখালিতে ইডির উপরে শুধু হামলাই হয়নি, বরঞ্চ আধিকারিকদের ফোন, ল্যাপটপ এমনকি টাকা পর্যন্ত ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা । এই বিষয়ে ইডির প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,’পশ্চিমবঙ্গের পিডিএস কেলেঙ্কারির ঘটনায় ইডি উত্তর ২৪ পরগণার টিএমসি-র আহ্বায়ক সাহাজাহান শেখের তিনটি প্রাঙ্গনে তল্লাশি চালাচ্ছিল। তল্লাশির সময় একটি প্রাঙ্গণে, সিআরপিএফ কর্মীদের নিয়ে ইডি টিমকে ৮০০-১০০০ লোক হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল, কারণ এই লোকেরা লাঠি, পাথর এবং ইটগুলির অস্ত্র হিসাবে ব্যবহার করছিল। এই ঘটনায় ইডির ৩ আধিকারিক গুরুতর আহত হয়েছেন। আহত ইডি কর্মকর্তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হিংসাত্মক জনতা ইডি আধিকারিকদের ব্যক্তিগত/আধিকারিকদের জিনিসপত্র যেমন তাদের মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ, মানিব্যাগ ইত্যাদি ছিনিয়ে/ছিনতাই/চুরি করে এবং কিছু ইডি যানবাহনকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে ।’
বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় শুক্রবার রাতে ফের অভিযোগ তোলেন যে পশ্চিমবঙ্গ সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে । এবিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে তিনি জানান যে রাজ্য পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না রাজ্য সরকার । পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিলে এই সমস্ত দুর্বৃত্তদের উপর লাগাম টানতে তিন দিন সময় লাগবে না৷ পাশাপাশি দুর্নীতি ইস্যুতে তিনি মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকারকে কার্যত তুলোধুনো করেন । বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আপনারা যদি দুর্নীতি না করে থাকেন তাহলে তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায় ?’ তিনি অভিযোগ করেন,’দুর্নীতির তদন্ত আটকাতে বার বার আদালতে যাচ্ছে রাজ্য সরকার । আমি জানতে চাই মা-মাটি সরকার তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মামলা করতে কত টাকা খরচ করেছে ?’
সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে ইডির উপর হামলা যে পরিকল্পিত ছিল তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । তিনি স্পষ্ট জানান যে দুর্নীতি মামলায় তদন্তকারী দলের উপর হামলা চালিয়ে ভীতির পরিবেশ সৃষ্টি করে তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে । বিচারপতি অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে রাত ১২ টার মধ্যে ইডি অফিসে হাজিরা দেওয়ার জন্য আহ্বান জানালেও এখনো পর্যন্ত সেই আহ্বানে সাড়া দেওয়ার কোনো লক্ষণই দেখা যায়নি ।
সরবেড়িয়া গ্রামে ইডির উপর হামলায় সামিল হয়েছিল বহু মহিলাও । জানা গেছে যে ওই হামলার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি । এদিকে উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে ইডির উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত মুখ খোলেননি মমতা ব্যানার্জি । তবে ঘটনার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে উলটে ইডিকেই দোষারোপ করতে শোনা গেছে । তার দাবি যে ‘ইডির প্ররোচনা’ তেই এই ঘটনা ঘটেছে ।।