এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,২৭ ফেব্রুয়ারী : উমেশ পাল হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আরবাজ(Arbaaz) প্রয়াগরাজ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে । সোমবার প্রয়াগরাজের ধুমনগঞ্জ এলাকার নেহেরু পার্কের জঙ্গলে এই এনকাউন্টারটি হয় । আরবাজ পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ । পুলিশ প্রথমে তার পায়ে গুলি করে । ওই দুষ্কৃতীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানা গেছে ।
নিহত উমেশ পাল বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) বিধায়ক রাজু পাল হত্যা মামলার অন্যতম প্রধান সাক্ষী ছিলেন । ২০০৫ সালের ২৬ জানুয়ারী খুন হন রাজু পাল । গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারী ২০২৩) উমেশ পালকে তার দেহরক্ষীর সামনেই গুলি করে মারে একদল দুষ্কৃতী । সেই খুনের দৃশ্যের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । তাতে একটি হুন্ডাই ক্রেটা গাড়িতে চড়ে আসতে দেখা যায় দুষ্কৃতীদলকে । আরবাজই ওই গাড়িটি চালাচ্ছিল বলে জানতে পারে পুলিশ ।
এসটিএফ এবং প্রয়াগরাজ পুলিশের দশটিরও বেশি দল উমেশ পাল খুনের ঘটনার তদন্তে নামে । এদিন এনকাউন্টারে নিহত আরবাজ সমাজবাদী পার্টির (এসপি) প্রাক্তন সাংসদ আতিক আহমেদ খানের (Atiq Ahmad Khan) ঘনিষ্ঠ সহযোগী ছিল বলে জানা গেছে । গ্যাংস্টার আতিকের খানের স্ত্রী ও সন্তানদেরও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল । আতিকের ছেলে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি । যদিও বর্তমানে সে ফেরার ।।