এইদিন ওয়েবডেস্ক,২১ আগস্ট : গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সমর্থক কাতারের মিডিয়া আউটলেট আল জাজিরা । মঙ্গলবার ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন শহরে এসব হামলা চালানো হয় বলে খবরে বলা হয়েছে । গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার দিনে ও রাতে গাজা সিটি, দক্ষিণের খান ইউনিস, রাফাহ, হামাদ, উত্তরের জাবালিয়া শরণার্থী শিবির ও মধ্যাঞ্চলীয় দেইর-আল বালাহ শহরে হামলা চালিয়েছে।
সূত্র জানায়, জাবালিয়ার তাল জাত্তার এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান থেকে বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।এছাড়া গাজা সিটির একটি স্কুলে ১২ জন এবং দেইর এল-বালাহ শহরের একটি জনাকীর্ণ বাজারে বোমায় নয়জন নিহত হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গত সাড়ে ১০ মাসে কমপক্ষে ৪০ হাজার ১৭৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৮৫৭ জন।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নাশকতার পর থেকে গাজায় নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী । ওইদিন হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক ১১৪৯ জন নিহত হয়ে। এছাড়া আরও ২৪০ জনকে পনবন্দি করে নিয়ে যায় হামাস।
ইসরায়েলের ইয়েদিওথ আহরনোথ সংবাদপত্র জানিয়েছে, গাজার খান ইউনিস থেকে ছয় ইসরায়েলি পনবন্দির মৃতদেহ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। খান ইউনিসের একটি টানেলে তাদের আটকে রাখা হয়েছিল। ইসরায়েলি হামলার সময় টানেলে গ্যাস লিক হয়ে তারা মারা যেতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে ।।