এইদিন ওয়েবডেস্ক,২৯ এপ্রিল : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবি(Punjab National Bank) ১৪০ ম্যানেজার পদের জন্য আবেদন চেয়েছে । ম্যানেজার (রিস্ক) এবং ম্যানেজার (ক্রেডিট) মূলত এই দুই পদের জন্য আবেদনপত্র নেওয়া হবে । পিএনবির নিজস্ব ওয়েবসাইট www.pnbindia.in এ আবেদনপত্র জমা করতে হবে । আবেদনকারীর নিজের বৈধ ইমেল আইডি থাকতে হবে । জেপিজি বা জেপিইজি ফর্মার্টে রঙীন পাশপোর্ট ছবি স্ক্যান করতে হবে । ফটোর মাপ হবে ২০০×২৩০ পিক্সেল ৷ স্বাক্ষরিত ছবি হতে হবে ১৪০×৬০ পিক্সেল । ওয়েবসাইটে ফর্ম পূরণ ও যাবতীয় তথ্য জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে গেলে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিতে হবে । পরীক্ষার ফি অনলাইনে জমা করতে হবে । ফি নির্ধারিত করা হয়েছে সাধারনের জন্য ৮৫০ টাকা । তপশিলী ও প্রতিবন্ধীদের জন্য ৫০ টাকা । আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ
৭ মে ২০২২ ।
ম্যানেজার (রিস্ক)-এ শূন্যপদ : জেনারেল ৪০, ইডব্লুএস ৪,ওবিসি ১১,তফশিলি জাতি ৬, তফশিলি উপজাতি ৩,প্রতিবন্ধী ১,পোস্ট কোড ১ ।
যোগ্যতা : ম্যানেজার (রিস্ক) পদের জন্য ডিগ্রি কোর্স, অঙ্ক, স্ট্যাটিস্টিক্স বা, অর্থনীতির পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি, কস্ট অ্যাকাউন্ট্যান্সি, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্সি কোর্স পাশরাও আবেদন করতে পারেন । এম.বি.এ(ফিনান্স), পি.জি.ডি.এম (ফিনান্স),ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মাস্টার ডিগ্রি,ফিনান্স অ্যান্ড কন্ট্রোলের মাস্টার ডিগ্রিতে অন্তত ৬০% নম্বর পেয়ে পাশ করলে আবেদন করতে পারেন । রিস্ক ইন ফিনান্সিয়াল সার্ভিসেস ও রিস্ক ম্যানেজমেন্টের সার্টিফিকেট কোর্স পাশেরা অগ্রাধিকার পাবেন । ব্যাঙ্ক,পিএসইউ,হাই ভ্যালু ক্রেডিট অথবা এনবিএফসিতে ১ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১-১-২০২২ কে ধরে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে ।
ম্যানেজার (ক্রেডিট)-এ শূণ্যপদ শূন্যপদ : জেনারেল ৪০, ইডব্লুএস ১০,ওবিসি ২৬, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, প্রতিবন্ধী ৪,পোস্ট কোড: ২ । যোগ্যতা : ডিগ্রি কোর্স,এমবিএ (ফিনান্স) / পিজিডিএম (ফিনান্স) / ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাশরা অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলেও আবেদনের যোগ্য । এছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি / কস্ট অ্যাকাউন্ট্যান্সি /কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোর্স পাশরাও আবেদন করতে পারেন । বয়স ও অনান্য বিষয়গুলি ম্যানেজার (রিস্ক) পদের মতই চাওয়া হয়েছে । তপশিলীরা ৫ বছর, ওবিসির ৩ বছর, প্রতিবন্ধী ১০ বছর, প্রাক্তন সেনাকর্মীরাও বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে । পরীক্ষা হবে ১২ জুন ২০২২ ।
পরীক্ষা : দুটি পার্টে পরীক্ষা হবে । প্রথম পার্টে ১২০ নম্বর । থাকবে রিজনিং এবিলিটি,ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড । সময় ৭৫ মিনিট । দ্বিতীয় পার্টে পেশাগত জ্ঞানের ওপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে । ৪৫ মিনিট সময় । এই দুই পরীক্ষায় সফল হলে ২৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে ।।