এইদিন ওয়েবডেস্ক,ময়মনসিংহ,২৭ জুন : প্রেমিকের কাছ থেকে প্রতারিত হয়ে গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হয়েছেন বাংলাদেশের ময়মনসিংহ নগরীর বাসিন্দা ডঃ অপর্ণা বসাক (২৭) নামে এক তরুনী চিকিৎসক । মঙ্গলবার (২৫ জুন, ২০২৪) ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকার ভাড়া বাড়িতে তিনি গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হন ৷ আত্মহত্যার আগে ফেসবুকে একটা পোস্ট করেন অপর্ণা । যে পোস্টে তিনি লিখেছেন,”ভালো থেকো । আমি আর পারছি না । হয়ত সবার মতে হেরে গেলাম । মুক্তি দিয়ে গেলাম @খন্দেককর মাহাবুব ইলাহি” ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাঃ অপর্ণা বসাক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার প্রয়াত রতন বসাক ও জ্যোৎস্না বসাকের মেয়ে। তিনি বগুড়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। প্রায় দুই মাস আগে তিনি তার মা জ্যোৎস্না বসাককে নিয়ে নগরীর পণ্ডিতপাড়া এলাকার ওই ভাড়া বাড়িতে ওঠেন।
নিহতের পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, খন্দকার মাহবুব এলাহী নামে এক যুবকের সঙ্গে অপর্ণার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মাহবুব এলাহী তাকে না জানিয়ে নিজ ধর্মের অন্য এক মেয়েকে বিয়ে করেন। এই খবর পাওয়ার পর থেকেই অপর্ণা মানসিকভাবে ভেঙে পড়েন। তার সহকর্মীরা জানান, গত কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং কারোর সঙ্গে তেমন কথা বলছিলেন না। মনে করা হচ্ছে যে প্রেমিকের এই প্রতারণা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন । আত্মহত্যার আগে তিনি খন্দকার মাহবুব এলাহীকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট করেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার দগ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় চিকিৎসক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আত্মহত্যার প্ররোচনার কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।

