শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ ফেব্রুয়ারী : মহাসমারোহে যথাযথ মর্যাদায় পালিত হল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব অনুষ্ঠান। পূর্ব বর্ধমানের ভাতারের কুমারুন গ্রামবাসীর উদ্যোগে ধর্মীয় আচার মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার গ্রাম্য এই অনুষ্ঠানে শোভাযাত্রায় অংশ নেন কয়েকশো ভক্ত। শোভাযাত্রায় আদিবাসী নৃত্য ,ঠাকুরের বাণী, পাঠভক্তি মূলক সংগীত পরিবেশন করা হয়। বেশ কয়েকদিন যাবত দিনভর হরিনাম সংকীর্তন সহ একাধিক সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাতারের কুমারুন গ্রাম সহ আশপাশের প্রায় সাত হাজার ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে পরম দয়াল শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্ম দিবসকে সামনে রেখে আনন্দে মাতোয়ারা ভক্তরা। উদ্যোক্তারা জানান, বিগত পাঁচ বছর ধরে যথাযথ মর্যাদায় ঠাকুরের জন্মদিন পালন হয়ে আসছে কুমারুন গ্রামে। ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করা হয় ।আগামী দিনে এই অনুষ্ঠান বৃহৎ আকার ধারণ করবে বলে দাবি তাদের।।