এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,০৮ ডিসেম্বর ঃ দলের বুথ ভিত্তিক কর্মীসম্মনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃনমুলের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মন্ডল । কিন্তু শুরুর দিকে সব ঠিকঠাক উত্তর দিলেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কোনও এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিকের প্রশ্ন শুনে তিনি কার্যত তেলেবেগুনে জ্বলে ওঠেন । দিলীপ ঘোষকে নজিরবিহীনভাবে আক্রমন করে অনুব্রত বলেন, ‘ও পাগল কি বলছে আমার শুনে কি লাভ । একটা ফোরটোয়েন্টি দালাল, ভাষা জ্ঞান জানে না। মহিলাদের সম্মান করতে জানে না । মমতা ব্যানার্জির উদ্দেশ্যে কটু কথা বলে ।’
মঙ্গলবার আউসগ্রাম এক ব্লকের আলী গ্রাম হাই স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের বুধ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল । অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল সহ অন্যান্যরা । এদিন আউশগ্রাম ব্লকের চারটি অঞ্চলের কর্মীদের নিয়ে বুধ ভিত্তিক কর্মী সম্মেলন হয় বলে খবর । অনুব্রত মণ্ডল প্রতিটি বুথের দলের সকল কর্মীদের সঙ্গে কথা বলেন ।
যদিও কর্মী সম্মেলনে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। তবে এরই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত । তিনি বলেন, ‘চার মাস ধরে আমাদের বুথ সম্মেলন চলছে । আর দু’তিনটে হলেই শেষ হয়ে যাবে।’ এরপর তিনি দাবি করেন আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল ২২০-২৩০ টা আসন পাবে ।
এই দাবির পিছনে কারন হিসাবে অনুব্রত বলেন, ‘কোন দলকে ভোট দেবে মানুষ? মমতা ব্যানার্জি না থাকলে একটাও প্রকল্প থাকবে ? থাকবে স্বাস্থ্য সাথী ? থাকবে খাদ্য সাথী ? থাকবে রুপশ্রী-যুবশ্রী-কন্যাশ্রী ? থাকবে না । মানুষ জানে মমতা ব্যানার্জি থাকলেই উন্নয়ন হবে।’ এদিন তিনি কেন্দ্রের কৃষিবিলেরও বিরোধিতা করেন ।
এর পরেই বিজেপির জেলা সভাপতি দিলীপ ঘোষ প্রসঙ্গে এক সাংবাদিক কিছু বলতেই তাল কাটে অনুব্রত মন্ডলের । তিনি বলেন, ‘ওরা 15 লক্ষ টাকা দেবে বলেছিল কিন্তু দেয়নি । মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো ভাতা চালাচ্ছে । কেউ কি পায়নি ?’ এর পরেই তিনি দিলীপ ঘোষ সম্পর্কে, ‘পাগল’,’ফোর টোয়েন্টি’, ‘দালাল’ প্রভৃতি শব্দ প্রয়োগ করেন ।।