এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সি খুনের ঘটনায় আসামিরা যদি ১৫ দিনের মধ্যে ধরা না পড়ে তাহলে “ভয়ঙ্কর খেলা” খেলার হুঁশিয়ারি দিয়ে গেলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । বৃহস্পতিবার বিকেলে তিনি দেবশালা গ্রামে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন । নিহতের বাবা শ্যামল বক্সির সঙ্গে কথা বলেন । তাদের পাশে থাকার আশ্বাস দেন ।
তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, ‘১৫ দিনের মধ্যে যদি আসামী ধরা না পড়ে, তাহলে খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব । এটা আমি বলে দিলাম । আমি ছাড়ার পাত্র নই । ১৫ দিনের মধ্যে প্রকৃত আসামীকে গ্রেফতার করতে হবে । কোনও কাহিনী শুনব না । পুলিশকে বলেছি। এসপিকে বলে দিয়েছি ।’ তিনি বলেন, ‘এই খুনটা আমি মেনে নেব না । এই পরিবারটিকে খুব ভাল করে চিনি । এদের কোনও শত্রু ছিল না। যদি বিজেপি ভাবে মার্ডার করবে, দল চুপচাপ বসে থাকলেও কেষ্ট মণ্ডল চুপচাপ থাকবে না । আমি মৃত্যুর ভয় পাই না । এটি বিজেপি হতে পারে। কারন চঞ্চল ভাল লোক ছিল ।’ এরপর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন এই খুনের ঘটনায় যদি দলের কেউ জড়িত থাকে । এই প্রশ্নের জবাবে অনুব্রত মণ্ডল সাফ জানিয়ে দেন, ‘যদি দলের কেউ হয় তাহলে আগে তাকে গুলি করে মেরে দেওয়া উচিত ।’
গত মঙ্গলবার আউশগ্রামের গেরাই গ্রামে জনৈক এক দলীয় নেতার বাড়িতে নিমন্ত্রন রক্ষা করে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দেবশালা অঞ্চল তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি চঞ্চল বক্সি । সঙ্গে ছিলেন তাঁর বাবা শ্যামলবাবুও । তাঁরা গেরাই ও দেবশালার মাঝামাঝি এলাকায় আসতেই দুটি বাইকে চড়ে ৪-৫ জনের একটি দল চঞ্চলবাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । দুটি গুলি বাইকে লাগে । তিনটে গুলি চঞ্চলবাবুর শরীরে লাগে । তাঁকে জামতাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু তার আগেই তাঁর মৃত্যু হয় । বুধবার নিহতের ভাই রাহুল বক্সি আউশগ্রাম থানায় অজ্ঞাতপরিচয় দুস্কৃতীদের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে । পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট যৌথভাবে এই খুনের ঘটনার তদন্ত করছে । বুধবার তদন্তে আসে সিআইডির একটি তদন্তকারী দল । যদিও ঘটনার পর ৪৮ ঘন্টা পেড়িয়ে গেলেও এখনও অধরা খুনিরা । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবারের লোকজন । নিহতের বাবা তথা দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সি জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে আসামী ধরা না পড়লে তিনি পদত্যাগ করবেন ।।