দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১২ সেপ্টেম্বর : গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর পদত্যাগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যোগদান শিবিরের আয়োজন করা হয়েছিল । ওই শিবিরে যোগ দেন অনুব্রত মণ্ডল । এদিনের শিবিরে ব্লকের ১১ টি অঞ্চলের প্রায় সাড়ে ৩ হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । যোগদান শিবিরের পাশাপাশি প্রায় ১১ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত যোগাদ্যা মন্দিরের ভোগঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুব্রত । উপস্থিত ছিলেন ছিলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী প্রমুখ ।
যোগদান ও উদ্বোধন পর্ব শেষে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজয় রূপানীর পদত্যাগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে অনুব্রত বলেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন ? তার জবাব দেবেন না ? তোমার দুর্নীতি মানতে পারছে না । তুমি আরবঅমিত শাহ যা বলছো সে তাতে রাজি হয়নি । সেই জন্য তিনি পদত্যাগ করলেন ।’ এরপর তিনি ত্রিপুরার বিজেপি নেতৃত্বে উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘সামনেই ত্রিপুরার ভোট । আমরা ত্রিপুরায় জয়লাভ করবোই । পুলিশ দিয়ে যতই মারো, আমরা সহ্য করে নেবো । অভিষেক ত্রিপুরায় যাচ্ছে । পারলে রুখে দিয়ে দেখাও ।’ পাশাপাশি অনুব্রত দাবি করেন, ২০২৪ সালে লোকসভা ভোটের পর দেশে বিজেপির কোনও অস্তিত্বই থাকবে না ।।