এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা জারি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নির্বাচন কমিশনকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ করলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ৷ মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগনে দলীয় প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিতে এসেছিলেন অনুব্রত মণ্ডল । মুখ্যমন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করছে । বাঙালীদের অপমান করছে । এখন বাঙলার মানুষ চিন্তা করবে । বাঙালিদের এভাবে অপমান করার অধিকার আছে কিনা জানি না অন্ধ ধৃতরাষ্ট্রের ।’ পাশাপাশি সাংবাদিকরা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে অনুব্রত বলেন,’ওরকম যদি অনুব্রত মণ্ডল বলতো তাহলে এতক্ষণ নজরবন্দি হয়ে যেত।’
এরপর নাম না করে নির্বাচন কমিশনের উদ্দেশ্য তিনি বলেন, ‘তুমি ধৃতরাষ্ট্রের মত বসে আছো ।আমাদের দোষ পাচ্ছো। আর ওদের দোষ নেই?’
এরাজ্যে ৮ দফায় ভোট করার বিষয়েও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত । তিনি বলেন, ‘আসামে তিনদফার ভোট হচ্ছে । তামিলনাড়ুতে ২৩৪ টি আসনের ভোট মাত্র একদফায় । আর আমাদের রাজ্যে ৮ দফার ভোট হচ্ছে করোনা বাড়াতে হবে বলে ।’
এদিনের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে ‘মিথ্যাবাদী’, ‘বেইমান’ প্রভৃতি শব্দ প্রয়োগ করেন অনুব্রত মণ্ডল । এরপর দলীয় প্রার্থীকে জেতানোর জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ভুলেও বিজেপিকে ভোট দেবেন না । ওরা রাক্ষসের থেকেও ভয়ঙ্কর দল।’ সেই সঙ্গে তিনি দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দেন ।।