আজ খেতে বসে টেবিলটা বড্ড ফাঁকা লাগছে
ক’দিন এমন আষ্টেপৃষ্ঠে তোমাদের ছুঁয়েছিলাম
ভুলে গিয়েছিলাম আমার বর্তমান
আস্বাদন করছিলাম আমার সেই ছেলেবেলা
মাগো, তোমার গায়ের মিষ্টি সেই গন্ধ —-
তোমার বিছানো কোল
আহা! কী শান্তি! কি শান্তি!
একসাথে থাকা, একসঙ্গে সবাই মিলে খেতে বসা
গল্প, আড্ডা, হৈ হৈ করে ঘুরতে যাওয়া।
উফফফ!এমন কি নবমীর রাতে
আমার মাথায় তোমার হাত বুলিয়ে দেওয়া
বড় শান্তিতে বড় নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলাম সেই রাতে
কী আশ্চর্য কান্ড ! মেয়ে-জামাই ঠাকুর দেখে যে
আমাদের বাড়ীতে ফিরবে সেটাও ভুলে গিয়েছিলাম
সেইদিন ওরা কখন ফিরেছিল জানতেও পারিনি।
আচ্ছা, কেন এমন হয়! শুধু মেয়েদেরই তার আপনজনদের ছেড়ে থাকতে হয় কেন! তাদের নাড়ী ছেঁড়া ধনকে ছেঁড়ে থাকতে হয়!
ভাল দিনগুলো যেন কত তাড়াতাড়ি ফুরিয়ে যায়…
তোমরা আজ বাড়ী চলে গেলে,
তাইতো আজ আবার মন খারাপীরা এসে জুটেছে
আমার মেঘলা আকাশ জুড়ে
দলা পাকানো কান্না যেন বুকের মধ্যে চক্কর কাটছে
হয়ত সময়ের সাথে সাথে শান্ত হবে এ মন
ফিরে যাব নিজের কাজে
তবু
কেন জানিনা তোমাদের হারানোর একটা ভয় আজকাল আমাকে তাড়া করে
আমি ঘুমের ঘোরে আঁতকে উঠি!
তোমরা ভাল আছো তো_!
ঈশ্বর করুণাময়
তিনি তোমাদেরকে সবসময় সুস্হ রাখুন ভাল রাখুন।
আমি চিরকৃতজ্ঞ সেই পরমেশ্বরের কাছে যিনি
তোমাদের মত নিঃস্বার্থ সহজসরল মানুষ দুজনকে আমার বাবা মা হিসেবে উপহার দিয়েছেন ।।