এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩০ নভেম্বর : বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ । পুলিশ জানায় ধৃতের নাম সফিকুল ইসলাম । কালিয়াচক থানা এলাকার বাসিন্দা ওই দুষ্কৃতিকে সোমবার গভীর রাতে মোথাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে । ধৃতের কাছ ৩টি সেভেন এমএম পিস্তল, একটি পাইপগান, সাতটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । মঙ্গলবার ধৃতকে মালদা আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,সোমবার গভীর রাতে একটি ব্যাগ হাতে মোথাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল সফিকুল ইসলাম নামে ওই যুবক । গোপন সুত্র থেকে খবর পেয়ে সেখানে হানা দেয় মোথাবাড়ি থানার পুলিশের একটি দল । পুলিশকে দেখে সে পালাবার চেষ্টা করে । কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে । এরপর তার ব্যাগে তল্লাশি চালাতেই বিপুল পরিমান অস্ত্রসস্ত্র নজরে পড়ে পুলিশের ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান সে ওই অস্ত্র কোথাও পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল । মোথাবাড়ি স্ট্যান্ডে কোনও যানবাহনের জন্য সে অপেক্ষা করছিল । কিন্তু ঠিক সময়ে পুলিশের কাছে খবর চলে আসায় তার পরিকল্পনা ভেস্তে যায় ।
পুলিশ জানিয়েছে,ওই অস্ত্রসস্ত্র কোথা থেকে এনেছিল, কোথায় পাচার করতে যাচ্ছিল ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে । পাশাপাশি এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।।