এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,১১ জুন : পাকিস্থানে স্কুল ভ্যানে গুলি চালিয়ে দুই কিশোরীকে হত্যা করল নারী শিক্ষা বিরোধী মৌলবাদী নিরাপত্তা রক্ষী । ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার সোয়াত জেলার সাঙ্গোতা পাবলিক স্কুলে । স্কুলটি সিস্টারস অফ দ্য প্রেজেন্টেশন অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি দ্বারা পরিচালিত হয় । মূলত মেয়েদের স্কুল এটি । জানা গেছে, সাম্প্রদায়িক উত্তেজনার কারণে পুলিশ স্কুলের গেটের বাইরে একজন অফিসারকে মোতায়েন করে । আলম খান নামে ওই অফিসারই গত ১৭ মে ওই স্কুলের ছাত্রীদের বহনকারী স্কুল ভ্যান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । গুলিতে দুই ছাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় । তাদের মধ্যে একজন মাত্র নয় বছর বয়সী । আহত হয় একজন প্রাপ্ত বয়স্কসহ আরও ৫ জন । এদিকে মুসলিম চরমপন্থী গোষ্ঠীর সাথে ঘাতকের সম্ভাব্য সম্পর্কের তদন্ত না করেই ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে আলম খানের “মানসিক স্বাস্থ্য” এর জন্য দায়ী করা হয়েছে । এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে হতাহতদের আত্মীয়স্বজন ও স্কুল কর্তৃপক্ষ ।
লাহোরের আর্চবিশপ সেবাস্টিয়ান শ একটি বিবৃতিতে বলেছেন যে,’আমরা ক্যাথলিক এবং সাধারণভাবে খ্রিস্টানরা শুধুমাত্র মেয়েদের জন্য কিছু স্কুল চালাই । কিন্তু পাকিস্তানের কিছু লোক নারী শিক্ষার বিরুদ্ধে । হামলাকারী লোকটি শিশুদের, কর্মী, পিতামাতা, সকলের নিরাপত্তার তত্ত্বাবধান করত । যে জন্য তাকে বেতন দেওয়া হত । কিন্তু উন্মাদনার মূহুর্তে তিনি এই কাজটি করেছেন কারণ স্কুলটি মেয়েদের পড়ায়। এটা দেখায় যে নারী শিক্ষার বিরোধী এই দলগুলো কতটা আক্রমণাত্মক হতে পারে ।’।