এইদিন স্পোর্টস নিউজ,১৯ সেপ্টেম্বর : পাকিস্তান একসময় ভারতের অংশ ছিল। কিন্তু দেশ বিভাগের পর তারা ভারতের এক নম্বর শত্রু হয়ে গেছে । ভারতের অনিষ্টতে বেজায় খুশি হয় কট্টর ইসলামি রাষ্ট্র পাকিস্তান । আর এই শত্রুতা তারা খেলার মাঠে পর্যন্ত নামিয়ে এনেছে । এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা চলছিল ভারত ও চীনের মধ্যে। কিন্তু চীনের সমর্থনে চীনের লাল পতাকা ধরে তাদের সমর্থনে আসরে নামতে দেখা গেছে পাকিস্তান হকি দলকে। যদিও শেষ পর্যন্ত তাদের নিরুৎসাহিত হতে হয় । কারন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত । তবে পাকিস্তানের এই মানসিকতায় ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা।
সেমিফাইনালে শুটআউটে চীনের কাছে ২-০ গোলে হেরে যায় পাকিস্তান। তা সত্ত্বেও তারা ভারতের বিরুদ্ধে চীনকে সমর্থন করেছে। ফাইনালের আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলেছে পাকিস্তান। এতে তারা কোরিয়াকে ৫-২ গোলে হারিয়েছে ।এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ পর্বে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হয়েছিল। এতে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। এই ম্যাচে দুই দলের মধ্যে লড়াই হয়। পাকিস্তানের আশরাফ ভারতের জুগরাজ সিংকে ডি এলাকায় ঠেলে দেন। এতে জুগরাজ নিচে পড়ে আঘাত পান । এরপর পাকিস্তানি খেলোয়াড় আশরাফের সামনে আসেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। লড়াই থামাতে চেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক রানা ওয়াহিদ। কিন্তু এর পর পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে প্রতিরোধে মাঠে নামেন জারমানপ্রীত সিং। এই সংঘর্ষে আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়।।