এইদিন ওয়েবডেস্ক,ইস্তাম্বুল,১৬ নভেম্বর : তুরস্কের ইস্তাম্বুলে ফের সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটল । বুধবার ভোর রাতে ইস্তাম্বুলের ফাতিহ এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে । একটি গাড়িতে রাখা মাইনে এই বিস্ফোরণটি হয় বলে জানা গেছে । এই ঘটনায় সম্ভাব্য হতাহতের কোন তথ্য নেই । তুর্কি সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি । তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে কয়েকটি গাড়ি দাউদাউ করে জ্বলতে দেখা গেছে ।
উল্লেখ্য,সোমবার ইস্তাম্বুল শহরের এস্তেগলাল রোডে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল । ওই বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৮১ জন আহত হন । তুর্কি পুলিশ সিসিটিভি ফুটেজের সুত্র ধরে এক মহিলা সন্ত্রাসবাদীকে চিহ্নিত করে । পরে তাকে গ্রেফতার করা হয় । তবে ধৃত মহিলা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত তা স্পষ্ট নয় ।
প্রসঙ্গত,পাকিস্থানের মতই তুরস্কও সন্ত্রাসবাদী সংগঠনের মদতদাতা রাষ্ট্র । আল কায়দার মত নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের প্রশিক্ষণ শিবির রয়েছে তুরস্কে । সম্প্রতি ভারতের এক প্রথম সারির নেতাকে মারার জন্য এক প্রশিক্ষিত সন্ত্রাসবাদীকে তুর্কি থেকে ভারতের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল । কিন্তু মস্কোতে সে ধরা পড়ে যায় ।।