এইদিন ওয়েবডেস্ক,মিউনিখ,১৪ ফেব্রুয়ারী : জার্মানিতে ফের সন্ত্রাসী হামলা হয়েছে । এবারে ঘটনাস্থল জার্মানির মিউনিখ । বৃহস্পতিবার একজন সন্ত্রাসী ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে দিলে কমপক্ষে ২৮ জন আহত হয় । আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর । যদিও নাশকতা চালানো সন্ত্রাসীকে ধরে ফেলে জার্মান পুলিশ । ধৃত সন্ত্রাসীকে ফরহাদ এন নামে চিহ্নিত করা হয়েছে । পুলিশ তাকে রাস্তায় ফেলে চেপে ধরলে ‘ইয়া আল্লাহ’ বলে নাগাড়ে চিৎকার করে যায় ওই সন্ত্রাসী । সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
ঘটনার বিবরণে জানা গেছে,ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশগ্রহণে একটি নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জার্মানির মিউনিখে । প্রচুর ভিড় জমা হয়েছিল মিউনিখের রাস্তায় । সেই সময় ওই সন্ত্রাসী প্রচুর হতাহত ঘটনোর উদ্দেশ্যে ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে দেয় । এর আগে জার্মানির ম্যাগডেবার্গে একটি ক্রিসমাস মার্কেটে এক ব্যক্তি তার গাড়ি চালিয়ে ৫ জনকে মেরে ফেলে এবং আহত করে অন্তত ২০০ জনকে৷ হামলাকারী পেশায় একজন চিকিৎসক ।
https://twitter.com/realMaalouf/status/1890096090986504571?t=7lboVDvwrqm2DkCx52e2KA&s=19
এদিকে জার্মানিতে লাগাতার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে থাকায় বামপন্থী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । ডঃ মালুফ (@realMaalouf) নাম একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘জার্মানিতে প্রায় ৯,০০,০০০ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থী বসবাস করছেন, যাদের মধ্যে ৩,০৪,০০০ জনকে দেশ ছেড়ে যেতে হবে কিন্তু তারা এখনও সুবিধাগুলি পাচ্ছে ৷ আফগান নাগরিক ফরহাদ এন, যিনি আজ মিউনিখে একটি সন্ত্রাসী হামলা করেছেন, কমপক্ষে ২৮ জনকে গুরুতরভাবে আহত করেছেন, তাদের মধ্যে একজন।’।

