এইদিন ওয়েবডেস্ক,রাজগঞ্জ(শিলিগুড়ি), ২১ জানুয়ারি : উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চাকরির নামে প্রতারণা অভিযোগে আরও এক শিক্ষককে গ্রেফতার করল শিলিগুড়ি জেলার রাজগঞ্জের আমবাড়ি আউট পোস্টের পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম পঙ্কজ বর্মন । তিনি শিলিগুড়ির বড়দাকান্ত বিদ্যাপীঠের সংস্কৃত ভাষার শিক্ষক । ২০২১ সাল থেকে তিনি শিক্ষকতা করছেন ওই স্কুলে । শুক্রবার গ্রেফতারের পর আদালতে তুলে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ । শনিবার অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে ।
জানা গেছে,পঙ্কজ বর্মন কোচবিহারের বাসিন্দা । কিন্তু তিনি কর্মসূত্রে শিলিগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন । উচ্চ প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । আমবাড়ি পুলিশ আউট পোস্টে এনিয়ে অভিযোগ দায়ের হলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ । চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় স্কুলের এক শিক্ষকের নাম জড়িয়ে যাওয়ায় স্তম্ভিত বড়দাকান্ত বিদ্যাপীঠের বাকি শিক্ষকরা ।।