এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ সেপ্টেম্বর : দুর্গাপূজার আবহে ফের শুটআউটের ঘটনা ঘটল কলকাতায়৷ রবিবার মহালয়ার দিন সকালে কলকাতার চারু মার্কেট থানা এলাকার দেশপ্রাণ শাসমল রোডের একটি জিমে রেনকোর্ট পরে আসা দুই দুষ্কৃতী জিম মালিক জয় কামদারকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় । সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই গার্ডেনরিচের বন্দর এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ । সোমবার সকালে স্থানীয়রা গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে যুবককে পড়ে থাকতে দেখেন এবং ঠিক তার পাশেই পড়েছিল একটি আগ্নেয়াস্ত্র। খবর পেয়ে গার্ডেনরিচ থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
জানা গেছে,যুবকের মাথায় গুলি করে হত্যার পর তার হাতেই আগ্নেয়াস্ত্রটি ধরিয়ে দিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা৷ ঘটনাটি আত্মহত্যা দেখানোর জন্যই আততায়ীরা এই কাজ করেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের৷ পুলিশ। আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এদিকে খাস কলকাতায় একের পর এক শুটআউটের ঘটনা ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ৷ পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন ।।