প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ সেপ্টেম্বর : রাজ্যে অব্যাহত শুটআউটের ঘটনা সেই তালিকায়
বারে বারে যুক্ত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার নাম ।
শক্তিগড় ও কেতুগ্রামের শুটআউট কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের বুধবার সাত সকালে শুটআঊটের ঘটনা ঘটলো জেলার খণ্ডঘোষ থানার আড়িন গ্রামে। বাড়িতে চড়াও হয়ে গুলি চালিয়ে ব্যবসায়ীকে জখম করে পালালো এক দুস্কৃতি ।গুলি বিদ্ধ ব্যবসায়ীর নাম অভিজিৎ রায় ওরফে দুষ্টু। রক্তাত অবস্থায় তাকে উদ্ধার করেবর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুস্কৃতিদের সন্ধানে জোরদার খানা তল্লাশি শুরু করেছে ।
পুলিশ ও পরিবার সূত্রো জানা গিয়েছে,অভিজিৎ ফাইনান্সের মাধ্যমে পুরোনো গাড়ি কেনাবেচা করেন।সেই কারবারে টাকা লেনদেন সঃক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা বলে পুলিশ জেনেছে। গুলিবিদ্ধ যুবক অভিজিৎ এর ঠাকুমা সন্ধ্যাদেবী বলেন,“টাকা আদায়ের জন্য এদিন সাত সকালে এক যুবক আমাদের বাড়িতে আসে।নাতি অভিজিৎকে ডাকাডাকি করে । অভিজিৎ ঘর থেকে বেরিয়ে ওই যুবকের কাছে যায় । ওই যুবক অভিজিৎতের কাছে দশ হাজার টাকা দাবি করে । তা নিয়ে দু’জনে মধ্যে কিছুক্ষণ কথা বার্তা চলতে থাকে। তারই মধ্যে হঠাৎতই আগ্নেআস্ত্র বের করে ওই যুবক খুব কাছ থেকে অভিজিৎতে বুক লক্ষ করে গুলি চালিয়ে বাইকে চেপে পালিয়ে যায় । পালানোর সময়তেও ওই যুবক শূন্যে গুলি চালায় বলে সন্ধ্যাদেবীসহ পরিবারের অপর সদস্যরা জানিয়েছেন ।
এদিকে সাত সকালে গুলির শব্দ শুনে পড়শীর
আতঙ্কিত হয়ো পড়েন। তারা অভিজিৎতের বাড়িতে ছুটে যায় । খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশও ঘটনাস্থলে পৌছায় ।প্রতিবেশী ও পুলিশ গুলিবিদ্ধ অভিজিৎকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । গুলিবিদ্ধ যুককের বাড়িতে আগে সিসি ক্যামেরা লাগানো থাকলেও সপ্তাহ দু’য়েক আগে সেই দু’টি ক্যামেরা খুলে নিয়ে গিয়ে নিজের দোকানে লাগায় অভিজিৎ ।
বর্ধমান হাসপাতালের বেডে বসে অভিজিৎ রায় বলেন,’যে যুবক গুলি চালিয়ে তাঁকে জখম করেছে তার নাম বিকু শেখ । গাড়ি ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বিকুর সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। সোমবার রাতে স্ত্রী কে সঙ্গে নিয়ে বিকু তার সঙ্গে জোর ঝামেলা অশান্তি করে। ওই দিন তারা আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় । এদিন ভোরে বিকু শেখ আমাদের বাড়িতে এসে আমার কাছে ১০ হাজার টাকা দাবি করো। আমি বিকুকে বলি তুমি এখন বাড়ি চলে যাও ,বেলা ১০টার মধ্যে ’ফোন পে’ মাধ্যমে টাকা পাঠিয়ে দেব ’। অভিজিৎ জানান ,“এই কথা বিকুকে বলে তিনি বাড়ির বাথরুমের দিকে যাচ্ছিলেন । তখন হঠাৎতই তাঁকে লক্ষ করে গুলি চালিয়ে বিকু ঝাড়খণ্ড নম্বারের একটি বাইকে চড়ে পালিয়ে যায় ।’ অভিযুক্ত বিকু শেখের খোঁজে খণ্ডঘোষ থানার পুলিশ জোরদার তৎপরতা শুরু করেছে ।
এসডিপিও (বর্ধমান দক্ষিণ) সুপ্রভাত চক্রবর্তী জানান পুলিশ তদন্ত শুরু করেছে।পুলিশ অভিযুক্তের খোঁজ নেমে পড়েছে । খুব শীঘ্র ঘটনার কূলকিনারা সম্ভব হবে বলে এসডিপিওর কথায় ইঙ্গিত মিলেছে।।