এইদিন ওয়েবডেস্ক,লুইজিয়ানা,০১ জুন : টেক্সাসের স্কুলে বন্দুকধারীর হামলায় ১৮ শিশুসহ ২১ জনের প্রাণ হারানোর এক সপ্তাহ যেতে না যেতেই ফের আমেরিকার স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটল । এবার ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি হাইস্কুল । মঙ্গলবার (৩১ মে) স্কুলটিতে সমাবর্তন অনুষ্ঠান চলছিল । সেই সময় গোলাগুলি চলে । গুলিতে এক মহিলা নিহত হয়েছেন এবং দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন নিউ অরলিন্স পুলিশ বিভাগের প্রধান ডেপুটি সুপারিনটেনডেন্ট ক্রিস্টোফার গুডলি ।
জানা গেছে,হাইস্কুলটির নাম মরিস জেফ কমিউনিটি স্কুল । মঙ্গলবার ওই স্কুলে শিক্ষার্থীদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নিউ অরলিন্সের জেভিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে । গুলি চালানোর ঘটনাটি ঘটে জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে । খবর পেয়ে পুলিশ গেলে দুজন পুরুষ ও একজন মহিলাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় । তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুলিবিদ্ধ এক বয়স্ক মহিলার মৃত্যু হয় ।
ক্রিস্টোফার গুডলি জানান, সম্ভবত পার্কিং লটে দুই মহিলা মধ্যে ঝামেলা হয় । তারপর দু’জনের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালিয়ে দেয় । ফলে হতাহতের ঘটনাটি ঘটে । তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এক সন্দেহভাজন ও তার উদ্দেশ্য সম্পর্কে এখনো তদন্ত চলছে । তবে এযাবৎ কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে ।।