দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৬ জুন : পূর্ব বর্ধমান জেলায় ফের শাসকদলের প্রার্থীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল । দিন কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভাতার ব্লকের বড়বেলুন-১ পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী গোলাম মোস্তাফা মোল্লার । ফলে ওই আসনেও ভোট স্থগিত রাখা হয়েছে । এরপর আজ সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের শিমুলিয়া-২ গ্রাম পঞ্চায়েতের সিঙ্গত ১২২ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসুমি দাসের (৩১)। সিঙ্গত গ্রামের দাসপাড়ার বাসিন্দা মৌসুমিদেবী এদিন ভোর ৪ টে নাগাদ নিজের ঘরে হৃদরোগে আক্রান্ত হন । তড়িঘড়ি তাঁকে পার্শ্ববর্তী সিঙ্গত গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন । কিন্তু শেষ রক্ষা হয়নি । মঙ্গলকোটের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই জানান, ওই আসনে ভোট আপাতত স্থগিত রাখা হবে ।
জানা গেছে,সিঙ্গত দাসপাড়ার বাসিন্দা মৌসুমিদেবীর স্বামী বিশ্বনাথ দাস পেশায় কৃষক । তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে । দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ওই দম্পতি । এবারের পঞ্চায়েত নির্বাচনে সিঙ্গত গ্রামের ১২২ নম্বর আসনে আসনে মৌসুমীদেবীকে প্রার্থী করেছিল দল । বেশ কয়েকদিন ধরেই দলীয় কর্মীদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি । কিন্তু এদিন ভোরে মৌসুমীদেবী নিজের ঘরে যখন ঘুমচ্ছিলেন সেই সময় হঠাৎ তিনি মাথা ও বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করতে শুরু করেন । পাশাপাশি শুরু হয় প্রবল শ্বাসকষ্ট । কিছুক্ষণের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পড়েন । তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসকরা জানান,হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মৌসুমীদেবীর ।
এদিকে খবর পেয়ে মৃত দলীয় নেত্রীর বাড়িতে ছুটে যান মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি পরিবারের লোকজনদের সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন ।।

