এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান,২৮ জুলাই : ফের দূর্ঘটনা ঘটল পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি অন্তর্গত কেন্দা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে । বুধবার সন্ধ্যায় বাইকের ধাক্কায় গুরুতর জখম হন বর্ণালী বাদ্যকর(৬৫) নামে স্থানীয় এক মহিলা । আহত হন বাইক আরোহীও । স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন । এরপরেই জাতীয় সড়ক পথে ব্যারিকেড ও ট্রাফিক পুলিশের ব্যাবস্থা করার দাবিতে তুলে পথ অবরোধ শুরু করেন দেন স্থানীয় লোকজন । চলে বিক্ষোভ । খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ আসে । শেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে । অবরোধের জেরে বেশ কিছুক্ষনের জন্য যানজটের সৃষ্টি হয় ।
জানা গেছে, কেন্দা গ্রামের বাসিন্দা বর্ণালী বাদ্যকর এদিন সন্ধ্যা নাগাদ জাতীয় সড়ক পথ ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন বীরভূম জেলার দুবরাজপুর থানার ইসলামপুরের বাসিন্দা শেখ দীপকউদ্দিন নামে জনৈক এক যুবক । তিনি কেন্দা মোড়ের কাছে আসতেই নিয়ন্ত্রন হারিয়ে বর্ণালীদেবীকে ধাক্কা দেন । ওই মহিলা রাস্তার উপর ছিটকে পড়েন । বাইক নিয়ে ছিটকে পড়েন বাইক আরোহীও । দু’জনেই জখম হন ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ৷ এদিকে দূর্ঘটনার অব্যবহিত পড়েই জাতীয় সড়ক পথ অবরোধ করে রাখেন শতাধিক লোকজন ।
অবরোধকারীরা জানান, মঙ্গলবার বালি বোঝাই ট্রাকের ধাক্কায় ডোবরানা গ্রামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে । ৬০ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চালানোর কারনে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে এলাকার মানুষ । তাই অবিলম্বে সড়ক পথে ব্যারিকেড ও ট্রাফিক পুলিশের ব্যাবস্থা করার দাবি জানান অবরোধকারীরা । শেষে পুলিশের আশ্বাসে প্রায় আধ ঘন্টা পরে অবরোধ তুলে নেওয়া হয় ।।