এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৩ জুন : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও একজনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । ধৃতের নাম মক্কার মল্লিক (২৩)। তার বাড়ি মঙ্গলকোট থানার আওগ্রামে । মক্কার এতদিন পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল । তার সন্ধান চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে আওগ্রাম বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার ধৃতকে কাটোয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
খুন হওয়া ব্যক্তি জাহিরুল মল্লিক (৪৮) আওগ্রামেরই বাসিন্দা ৷ বড় আসাদুল মল্লিকের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি নিজের নামে রেজিস্টি করার অভিযোগ তোলে তার ছোট ভাই জাহিরুল ও মেজো ভাই আতাউর । এনিয়ে প্রায়ই বড় দাদার সঙ্গে ঝামেলা হত বাকি দুই ভাইয়ের । জাহিরুলকে খুনের ঘটনাটা ঘটে গত ১৬ মে। তার সপ্তাহখানেক আগে জাহিরুল ও তার মেজদাদা আতাউর মিলে বড় দাদা আসাদুলকে ব্যাপক মারধর করে। ওই ঘটনাতেও দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আসাদুল মল্লিকের ছেলে মক্কার মল্লিক ও আন্না মল্লিক কেরলে রাজমিস্ত্রির কাজ করত । বাবাকে মারধর করার খবর পেয়ে তারা দুজন বাড়ি ফিরে আসে । ঘটনার দিন আন্না মল্লিকরা সপরিবারে সশস্ত্র অবস্থায় তার কাকা জাহিরুলের উপর হামলা চালিয়ে দেয় । এরপর পিটিয়ে কুপিয়ে খুন করে তাকে।
এই ঘটনায় মৃতের স্ত্রী আমিনা বেগম মোট ৯ জনের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পরেরদিন গ্রেপ্তার করা হয় আন্না মল্লিকের স্ত্রী নাজমা মল্লিক ও দিদি সালমা বিবিকে। তার তিনদিন পর কল্যানপুর গ্রাম থেকে বাপন শেখ নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । এই মামলায় এনিয়ে মোট ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ । তবে খুনের ঘটনার মূল আসামি আন্না মল্লিক এখনও পলাতক । পুলিশ তাকে খুঁজছে ।।