এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৯ মে : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের আওগ্রামে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে জাহিরুল শেখ (৪৯) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম বাপন শেখ। তার বাড়ি মঙ্গলকোটের কল্যানপুর গ্রামে । সে এই খুনের ঘটনার মূল অভিযুক্ত ও মৃত জাহিরুলের ভাইপো আন্না মল্লিকের বন্ধু ৷ আজ সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় হয় ৷ এর আগে গত শনিবার আন্না মল্লিকের স্ত্রী নাজমা বিবি ও বোন স্বপ্না বিবিকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ বাপনের হদিশ পায় ।
মঙ্গলকোটের আওগ্রামের বাসিন্দা মৃত জাহিরুল শেখরা ৩ ভাই । সে ছোট । বড় দাদা আসাদুল হক মল্লিক । এবং মেজো আতাউর হক মল্লিক । আসাদুল পারিবারিক ১০ বিঘা জমি একাই নিজের নামে লিখে নিয়েছে বলে অভিযোগ বাকি দুই ভাইয়ের । যা নিয়ে তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে সংঘাত চলে আসছিল । গত শুক্রবার দুপুরে খুনের ঘটনার আগে জাহিরুল ও আতাউর মিলে বড় দাদা আসাদুলকে বেঁধে ব্যাপক মারধর করে । আসাদুলের ছেলে আন্না মল্লিক কেরালায় ছিল । আন্না কেরালায় নির্মান শ্রমিকের কাজ করে । বাবাকে মারধর করা হয়েছে শুনে কেরালা থেকে গত বৃহস্পতিবার সে বাড়ি ফিরে আসে । পরের দিন পরিবারের লোকজন ও বাপন শেখকে সাথে নিয়ে কাকা জাহিরুলের উপর হামলা চালায় আন্না মল্লিক ।হাঁসুয়া ও দা প্রভৃতি ধারাল অস্ত্র দিয়ে জাহিরুলকে নৃশংসভাবে কোপায় তারা । পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
এই ঘটনায় মৃতের নিহতের স্ত্রী আমিনা বেগম মঙ্গলকোট থানায় নিহতের ভাইপো আন্না মল্লিক সহ মোট ৯ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন । ভাইপো আন্না ছাড়াও বাকি অভিযুক্তরা হল আর এক ভাইপো মক্কার, আসাদুলের স্ত্রী লাভলি বেগম, নাজমা বিবি, মক্কারের স্ত্রী আনসুরা বিবি, আসাদুলের মেয়ে সালমা বিবি ও স্বপ্না বিবি । শনিবার আন্না মল্লিকের স্ত্রী নাজমা বিবি ও স্বপ্না বিবিকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাদের কাছে তথ্য পেয়ে বাপন শেখকে পাকড়াও করা হয় । তবে মূল অভিযুক্ত আন্না মল্লিক এখনো পলাতক।।
Another person arrested in Mangalkote property dispute murder case

