এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৭ জানুয়ারী : শহীদ ওসমান হাদির পর ফের এক জিহাদি খুন হয়ে গেল বাংলাদেশে । আজ বুধবার রাত সোয়া আটটার দিকে ঢাকার তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির নামে ওই জিহাদিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে কারওয়ান বাজার মোড় অবরোধ করছে বিএনপি।
মৃত আজিজুর রহমান ওরফে মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে থাকা আর একজন গুলিবিদ্ধ হয়েছে । আবু সুফিয়ান নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানের পেটে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছে বিএনপির লোকজন । এতে ওই মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।পরে আবার বিক্ষোভকারীরা সড়কে উঠে এসেছে। তাঁদের ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। বিক্ষোভের মধ্যেই পাশ দিয়ে যানবাহন চলতে দেখা গেছে ।।

