এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০৪ মার্চ : রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মাঝে এক ভারতীয় ছাত্র নিহত হওয়ার পর ফের এক ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হলেন । এই খবর জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের (এমওসিএ) প্রতিমন্ত্রী (এমওএস) জেনারেল ভি কে সিং । বৃহস্পতিবার (৩ মার্চ) পোল্যান্ডের রেজেসজো বিমানবন্দরে দাঁড়িয়ে এক আন্তর্জাতিক নিউজ এজেন্সির সাংবাদিকের কাছে তিনি জানান,কিভের একজন ভারতীয় ছাত্রকে গুলিবিদ্ধ হয়েছে । কিয়েভের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । এদিকে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের উভয় পক্ষের প্রতিনিধি দলের দ্বিতীয় বৈঠকেও কোনও সমাধানসুত্র বের না হলেও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর খুলতে সম্মত হয়েছে উভয় দেশ । ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক টুইটার পোস্টে বলেন, ‘দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। দুর্ভাগ্যবশত, ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল এখনও আসেনি । শুধু মানবিক করিডোর খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’
গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা । এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে । বৃহস্পতিবার যুদ্ধের অষ্টম দিনে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রুশ ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় বৈঠক হয় ।
এর আগে গত সোমবার প্রথম বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেন । কিন্তু বড় কোনো ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয় ।
ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের ।অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে ।
এই পরিস্থিতির মাঝে ইউক্রেনে প্রায় ১২ হাজার ভারতীয় ইউক্রেনে আটকে পড়েছেন । তাঁদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী । আটকে পড়াদের দেশে ফেরানোর কাজে তদারকির জন্য চার কেন্দ্রীয় মন্ত্রী, হরদীপ সিং পুরি, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, কিরেন রিজেজু এবং জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিংকে পাঠানো হয়েছে । তাঁরা পোল্যান্ডের রেজেসজো থেকে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন । ভারতীয় ছাত্ররা বর্তমানে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডের সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছে ।।