এইদিন ওয়েবডেস্ক,ধর্মশালা,১৮ অক্টোবর : চলতি আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টে একের পর এক অঘটন ঘটছে । প্রথমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান । এবারে ক্রিকেট জায়ান্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উল্লেখযোগ্য জয় পেয়েছে নেদারল্যান্ডস ।
মঙ্গলবার ধর্মশালায় ম্যাচে নেদারল্যান্ডসের দেওয়া ২৪৫ রানের মাঝারি টার্গেটে পৌঁছতে পারেনি দক্ষিণ আফ্রিকান দল। বৃষ্টির কারণে মাত্র ৪৩ ওভারের মধ্যে সীমাবদ্ধ করা হয় এই ম্যাচে, অধিনায়ক এডওয়ার্ডসের একক লড়াইয়ের ফলে প্রথমে ব্যাট করা নেদারল্যান্ডস দল ৮ উইকেট হারিয়ে ২৪৫ রানের লক্ষ্য স্থির করে । স্কট এডওয়ার্ডস অপরাজিত ৭৮ রানের দূর্দান্ত ইনিংস খেলেন । এডওয়ার্ডস অভিজ্ঞ অলরাউন্ডার রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে (২৯) এবং ১০ নম্বরে নামা আরিয়ান দত্ত (৯ বলে ২৩) এর সাথে জুটি গড়েন ।
এই লক্ষ্য তাড়া করতে গিয়ে কার্যত নাকানিচুবানি খেতে হয় দক্ষিণ আফ্রিকাকে । দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার করেন ৪৩ রান, অধিনায়ক বাভুমার সংগ্রহ মাত্র ১৬ রান এবং কুইন্টন ডি কক মাত্র ২০ রানে প্যাভেলিয়নে ফেরত যান । মঙ্গলবার নেদারল্যান্ডস দলের দূর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখা গেছে । ৪৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন বুয়ামার ।
দক্ষিণ আফ্রিকা দল নির্ধারিত ৪৩ ওভারে ২০৭ রানে অলআউট হয় এবং ৩৮ রানে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়। নেদারল্যান্ডসের হয়ে লোগান ভ্যান বেক, পল ভ্যান মিকেরেন, রোলফ ভ্যান ডার মারওয়ে এবং বাস ডি লিড ২টি করে উইকেট নেন এবং কলিন অ্যাকারম্যান ১টি উইকেট নেন । দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ পর্বে কেশব মহারাজ ক্রিজে এসে ভালো ব্যাটিং করেন । তিনি ৩৭ বলে ১ টি ছক্কা ও ৫ টি চারের সাহায্যে ৪০ রান করেন । কিন্তু তার সেই লড়াই বৃথা চলে যায় ।।