এইদিন ওয়েবডেস্ক,নাটোর,১৪ জানুয়ারী : ফের জিহাদিদের হাতে খুন হয়ে গেলেন এক বাংলাদেশি হিন্দু । এবারে নাটোর জেলার হালসা ইউনিয়নের নবীন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা নিমাই চন্দ্র দাস (৫০) চার দিন ধরে নিখোঁজ থাকার পর স্থানীয় একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হল । তিনি পেশায় একজন সাধারণ শ্রমজীবী এবং সনাতন ধর্মাবলম্বী ছিলেন । তাকে নির্মমভাবে হত্যার পর দেহ পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।
জানা যায়, দিন চারেক আগে তিনি কাজে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেননি । আত্মীয়স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে সোমবার সকালে গ্রামবাসীরা নবীনকে কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরে জলে ভাসতে দেখা যায় । পরে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানায়নি পুলিশ । পরিবারের সন্দেহ তাকে খুন করে জলে দেহ ফেলে দেওয়া হয়েছে । ময়নাতদন্ত হলে বিষয় নিশ্চিত হওয়া যেত । যদিও পুলিশ কেন ময়নাতদন্ত করল না তা নিয়ে প্রশ্ন উঠছে । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে ।।
