এইদিন ওয়েবডেস্ক,ভার্জিনিয়া,২৩ নভেম্বর :
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের চেসাপিকের ওয়ালমার্ট সুপারস্টোরে একজন বন্দুকধারী ১০ জনকে গুলি করে হত্যা করেছে । হামলাকারী ওই স্টোরের ম্যানেজার । গনহত্যার পর সে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয় । তবে ঠিক কি কারণে বন্দুকধারী হামলা করেছে তা স্পষ্ট নয় ।চেসাপিক পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি বলেছেন,মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০.১২ নাগাদ ৯১১ নম্বরে একটি কল করে ঘটনার কথা জানায় স্থানীয় এক ব্যক্তি । তারপরে ৪০ টিরও বেশি জরুরী যানবাহন ব্যাটলফিল্ড বুলেভার্ডের ওয়ালমার্ট আউটলেটে পাঠানো হয়েছিল ।সেন্টারা হেলথ কেয়ারের মুখপাত্র মাইক কাফকা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, অন্তত পাঁচজন আহত ব্যক্তিকে নরফোক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে,চেসাপিক কনফারেন্স সেন্টারটি পারিবারিক পুনর্মিলন সাইট হিসাবে তৈরি করা হয়েছে । এই স্থানটি শুধুমাত্র আবাসনে বসবাসকারী পরিবারের সদস্যদের জরুরি যোগাযোগের জন্য ব্যবহৃত হয় । ভার্জিনিয়া রাজ্যের সিনেটর লুইস লুকাস এই ঘটনাকে ‘খুবই হৃদয়বিদারক’ বলে বর্ননা করেছেন । উল্লেখ্য,আমেরিকায় বন্দুকবাজের হামলা নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । অধিকাংশ ক্ষেত্রেই মার্কিন নাগরিকদের বর্নবিদ্বেষের শিকার হয় কর্মসূত্রে আমেরিকায় যাওয়া ভিন দেশের নাগরিকদের ।।