এইদিন ওয়েবডেস্ক,মেরিল্যান্ড,১০ জুন : ফের বন্দুকধারীর হামলার ঘটনা ঘটল আমেরিকায় । বছর তেইশের এক যুবকের গুলিতে বেঘোরে প্রাণ গেল ৩ নিরীহ নাগরিকের । এবারে ঘটনাস্থল আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের স্মিথসবার্গ শহর । বৃহস্পতিবার দুপুর ২.৩০ নাগাদ স্মিথসবার্গ শহরে অবস্থিত উত্তর মেরিল্যান্ডের কলম্বিয়া মেশিন ফ্যাক্টরিতে (Columbia Machine factory in Northern Maryland) ওই যুবক এলোপাথাড়ি গুলি চালায় বলে জানিয়েছেন মেরিল্যান্ড স্টেট পুলিশের লেফটেন্যান্ট কর্নেল বিল ডফলেমায়ার(Bill Dofflemyer)। তিনি জানান,তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । বেশ কয়েকজন আহত হয় । পরে নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় হামলাকারীর ।
উত্তর মেরিল্যান্ডের কলম্বিয়া মেশিন ফ্যাক্টরিটি রয়েছে বাল্টিমোর শহর থেকে মাত্র 75 মাইল দূরে । ইটিওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস ডব্লিউ মুলেন্ডোর (Douglas W. Mullendore) সাংবাদিকদের বলেন,’মেশিন কারখানায় তখন বহু লোক কাজ করছিলেন । সেই সময় আচমকা হামলা চালায় বন্দুকধারী যুবক । সেই সময় নিরাপত্তা কর্মীরা হামলাকারীকে গুলি করে মেরে ফেলে ।’ তিনি জানান,আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ।
প্রসঙ্গত,চলতি বছরে আমেরিকায় ১১০ টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে । মৃত্যু হয়েছে বহু মানুষের । প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছে । আর এই ঘটনার জন্য আমেরিকার ‘বন্দুক সংস্কৃতি’কেই দায়ি করা হচ্ছে । বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ফায়ার আর্মস রয়েছে আমেরিকার বাসিন্দাদের হাতে । বিশেষ করে নিউইয়র্ক ও ওকলাহোমাতে মানুষের রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র । আর এই দুই জায়গাতেই বেশি ঘটছে বন্দুক হামলার ঘটনা ।।