এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,১৬ ফেব্রুয়ারী : প্রয়াগরাজে চলমান মহাকুম্ভে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে । ত্রিবেণী সঙ্গম এলাকার ১৮ এবং ১৯ নম্বর সেক্টরে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে । তাতে বেশ কয়েকটি তাঁবু ভস্মীভূত হয়ে গেছে। হতাহতের কোনও খবর নেই। বর্তমানে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। মহা কুম্ভ মেলা এলাকায় আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
মহাকুম্ভ মেলায় আগুন লাগার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৯ ফেব্রুয়ারি রাতে ২৩ নম্বর সেক্টরে আগুন লাগে। সৌভাগ্যবশত, দমকল বাহিনীর গাড়িগুলি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। সেই আগুনের কারণ হিসেবে বলা হয়েছিল গ্যাস সিলিন্ডারে লিক । খবর অনুযায়ী, মহারাজা ভোগ নামক একটি দোকানে আগুন লেগে যায়, যা বেশ কয়েকটি প্যান্ডেলকে গ্রাস করে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারী সঙ্গমের ১৮ নম্বর সেক্টরেও আগুন লেগেছিল। শঙ্করাচার্য মার্গে অবস্থিত হরিহরানন্দ ক্যাম্পে এই আগুন লাগে । ঘটনাস্থলে দমকল বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে জানুয়ারী মাসেও মহাকুম্ভে আগুন লেগেছিল। ৩০ জানুয়ারী, ২২ নম্বর সেক্টরের বেশ কয়েকটি প্যান্ডেলে আগুন লেগে যায় এবং ১৫টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। সেক্টর ২-এ দুটি গাড়িতে আগুন লাগার খবরও পাওয়া গেছে। ১৯ জানুয়ারীও মেলায় আগুন লাগার ঘটনা ঘটে। এই আগুন লাগে শাস্ত্রী ব্রিজ সেক্টর ১৯-এ। এতেও অনেক তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায়ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হয় ।।