এইদিন ওয়েবডেস্ক,বার্মা,৩০ সেপ্টেম্বর : বিশ্বজুড়ে লাগাতার ভূমিকম্পের ঘটনা ঘটে যাচ্ছে । বৃহস্পতিবার সকালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে (South Sandwich Islands) শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছিল । তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে এদিন শুক্রবার ভোর ৩টা ৫২ মিনিটে জোরালো ভূমকম্পণ অনুভূত হল মিয়ানমারের বার্মায় । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বার্মা থেকে ১৬২ কিলোমিটার দূরে মাটির ১৪০ কিমি গভীরে । তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের ঘটনা :-
গত শনিবার দুপুর আড়াইটায় ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরে ভূমিকম্প অনুভূত হয়েছিল । ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.১ । ১৯ সেপ্টেম্বর লাদাখের কার্গিলে সকাল সাড়ে ৯ টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় । রিখটার স্কেলে যার মাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৩ । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে । তার ঠিক ৩ দিন আগে ১৬ সেপ্টেম্বর লাদাখে ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলচি (লেহ) থেকে ১৮৯ কিলোমিটার উত্তরে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে ।আন্দামান নিকোবরে দীপপুঞ্জে চলতি বছরের ৫ জুলাই ভোর ৫ টা ৫৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ২১৫ কিলোমিটার দূরে ।।