এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ আগস্ট : মালদায় ব্রাউন সুগারসহ আরও এক মাদক পাচারকারী গ্রেপ্তার হয়েছে । এবারে ইংলিশবাজার থানার পুলিশবাহিনীর হাতে ধরা পড়েছে ওই দুষ্কৃতী৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাহাদত হোসেন(৩৫) । সে কালিয়াচক থানার অন্তর্গত জলালপুর ফতেখানি গ্রামের বাসিন্দা । মুকলেশুর রহমানের ছেলে৷ ধৃতের কাছ ৮১৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে,১০ আগস্ট গোপন সূত্রের ভিত্তিতে ইংলিশবাজার থানার পুলিশবাহিনী রথবাড়ি চাটাই মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় । এ ঘটনায় এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় ইংলিশবাজার থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
একই দিনে মালদা জেলার কালিয়াচক থানার পুলিশের হাতে ধরা পড়ে সামাদ শেখ (২০ বছর), সামিমা আক্তার (৩০ বছর) ও মহম্মদ রফিকুল ইসলাম নামে ৩ মাদক পাচারকারী । তাদের তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়।তাদের কাছ থেকে ৭৭২ গ্রাম ও ৭৬৭ গ্রাম, মোট ১ কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।।