এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ জানুয়ারী : উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের ‘রোহিঙ্গা বাহিনী’র হাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে দেশ জুড়ে । তারই মাঝে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে ফের ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা । এবারে খোদ এক পুলিশকর্মীর বাড়িতে ঢুকে তাকে মারধর করে সর্বস্ব লুটপাট করে চম্পট দিল দুষ্কৃতীরা । চিৎকারে নরোত্তম বিশ্বাস নামে স্থানীয় এক যুবক ঘটনাস্থলে ছুটে এলে তাকে ভোজালি দিয়ে কোপানো হয় ।
ঘটনাটি ঘটেছে আউশগ্রামের ছোড়া কলোনীর কারগিলপাড়ায় সুশান্ত বিশ্বাস নামে এক পুলিশকর্মীর বাড়িতে । তিনি জানিয়েছেন,নগদ ৭০ হাজার টাকা এবং প্রায় তিন ভরি সোনার গহনা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা । জখম যুবক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । এর আগে আউশগ্রাম থানার অদূরে একটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল । ওই বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার গহনা, নগদ এবং লক্ষাধিক টাকার বিদেশী মুদ্রা লুঠপাট চালায় দুস্কৃতীরা । সেই ডাকাতির ঘটনার এখনো কিনারা করতে পারেনি পুলিশ । তারই মাঝে ফের একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে,আউশগ্রামের ছোড়া কলোনীর কারগিলপাড়ার বাসিন্দা সুশান্ত বিশ্বাস রাজ্য পুলিশে কর্মরত । তার বাড়িতে রয়েছেন স্ত্রী জয়ন্তীদেবী, এক মেয়ে এবং এক ছেলে । শনিবার ছুটিতে বাড়ি ফিরেছিলেন সুশান্তবাবু । তিনি বলেন,রাতে আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন । হঠাৎ কিছু একটা ভাঙার শব্দে আমার ঘুম ভেঙে যায় । বিছানা থেকে উঠে লাইট জ্বেলে দেখি ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় দুটো বাজে । এরপর ঘরে দরজা খুলে বাইরে এসে দেখি কোলাপসিবল গেটের তালা ভাঙ্গা । আমি কিছু বুঝে ওঠার আগেই ৬-৭ জন মুখ ঢাকা সশস্ত্র দুস্কৃতী আমাকে ঠেলে ঘরে ঢুকে পড়ে । আমার মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারে । আমি মেঝেতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা আমার হাত পা বেঁধে লুটপাট চালাতে শুরু করে ।’
জানা গেছে,দুষ্কৃতীরা সুশান্তবাবুর বাড়িতে লুটপাট চালানোর সময় পরিবারের সদস্য চিৎকার করে প্রতিবেশীদের সাহায্যের জন্য ডাকেন । সুশান্তবাবুর পাশের বাড়ির এক ছাত্রী বিচিত্রা বারুই (১৪) রাতে পড়াশোনা করছিল । চিৎকার শুনে সে একাই বাইরে বেড়িয়ে আসে । তখন দুস্কৃতীরা তাকে সুশান্তবাবুদের বাড়িতে আটকে রেখে দেয় । পাশাপাশি প্রতিবেশী যুবক নরোত্তম বিশ্বাসও সুশান্তবাবুর বাড়িতে ছুটে এলে দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে । ওই যুবক সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন । এদিকে তখন হইহট্টগোল শুনে গ্রামের বেশকিছু লোকজন জড়ো হয়ে যায় । তখন বেগতিক বুঝে মাঠ দিয়ে পালিয়ে যায় ডাকাতদল । তবে তার আগেই সুশান্তবাবুর বাড়ি থেকে নগদ টাকাপয়সা ও সোনার গহনা পকেটস্থ করে নেয় তারা ।
এদিকে একজন পুলিশকর্মীর বাড়িতেই এই প্রকার দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে আউশগ্রাম জুড়ে । আউশগ্রাম থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী । আজ রবিবার সকালে আউশগ্রাম থানায় এসে বৈঠক করেন জেলার পূর্ব বর্ধমান জেলার সুপার আমনদীপ ও জেলার ডিএসপি (ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক । তবে এদিন সন্ধ্যা পর্যন্ত ডাকাতির কোনো কিনারা করতে পারেনি পুলিশ ।।