এইদিন ওয়েবডেস্ক,লাহোর,২৫ মার্চ : লস্কর-ই -তৈয়বার (Lashker-E-Taiba) সন্ত্রাসী হাফিজ সাইদের (Hafiz Saeed) আর এক ঘনিষ্ঠ সহযোগীকে খতম করল অজ্ঞাত বন্দুকধারীরা । ক্কারি শাহজাদা (Qari Shahzada) নামে ওই ইসলামি সন্ত্রাসবাদী লস্কর-ই-তৈয়বার তহবিল সংগ্রহকারী ছিল। হাফিজ সাইদের ভাইপোর শ্যালক কারি শাহজাদা করাচিতে নামাজের জন্য যখন মসজিদে যাচ্ছিল, সেই সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে নিকেশ করে । অজানা বন্দুকধারীদের কারণে সকল পাকিস্তানি সন্ত্রাসীরা হতবাক ও ভীত। এখন, তারা দেউলিয়া পাকিস্তান সরকারের কাছে নিরাপত্তা দাবি করছে।
দ্য খোরাসান ডাইরি এক্স-এ জানিয়েছে,করাচির খাইরাবাদের ইউসি ৪-এর জমিয়তে উলেমা ইসলাম (জেইউআই-এফ)-এর একজন সহযোগীকে আজ সকালে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে, যখন তিনি ফজরের নামাজের জন্য যাচ্ছিলেন। জেইউআই-এফ-এর স্থানীয় নেতৃত্ব তাকে ভাইস চেয়ারম্যান ক্বারী শাহজাদা হিসেবে শনাক্ত করেছেন, যারা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন এবং হাসপাতালে মৃতদেহ শনাক্ত করেছেন। জেইউআই-এফ -এর বিরুদ্ধে লক্ষ্যবস্তু হামলা(targeted attack) অব্যাহত রয়েছে, বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অফ খোরাসান: জেইউআই-এফ ।।