এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ সেপ্টেম্বর : ইসলামি জঙ্গি সংগঠনগুলির অমানবিক অত্যাচারে ভারতকে নিরাপদ স্থান হিসাবে বেছে নিচ্ছে বাংলাদেশের হিন্দুরা । সেকারণে বহু হিন্দু বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশ করে প্রাণ বাঁচাতে চাইছে । অবশ্য এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি সন্ত্রাসীরাও ঢুকে পড়ছে ভারতে । যেকারণে তাদের আটকাতে কড়া নজরদারি রাখতে হচ্ছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে(বিএসএফ) । কিন্তু চোরাচালানকারী ও সন্ত্রাসী ছাড়া বিএসএফ-এর গুলি চালানোর কোনো নজির নেই । বাংলাদেশে সাম্প্রতিক হিন্দু নরসংহারের পর আরও সতর্ক হয়ে গুলি চালায় বিএসএফ । কিন্তু অন্যদিকে হিন্দুদের পলায়ন ঠেকাতে নির্বিচারে মানুষ খুন করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ।
চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে বিজিবি-এর গুলিতে প্রাণ হারাতে হয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা দাসকে (১৬) । ফের এক বাংলাদেশি হিন্দু কিশোরের মর্মান্তিক মৃত্যু হল বিজিবি-এর গুলিতে । সোমবার ভোররাতে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ৩৯৩ নম্বর পিলারের কাছে ভারতে ঢুকতে গিয়ে বাংলাদেশের রক্ষীদের গুলিতে জয়ন্ত (১৫) সিং নামে এক কিশোরের মৃত্যু হয়েছে । নিহত কিশোর উপজেলার ফকির ভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে বলে জানা গেছে । এই ঘটনায় জয়ন্তের বাবা মহাদেব এবং একই ইউনিয়নের বাসিন্দা বাংথু মোহাম্মদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদেরকে উদ্ধার করে রংপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
দুটি ক্ষেত্রেই বিএসএফ-এর ঘাড়ে দোষ চাপিয়েছে বাংলাদেশ । বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবিরের অভিযোগ, বিএসএফ বিনা প্ররোচনায় গুলি চালিয়ে জয়ন্তকে হত্যা করে এবং পরে তার লাশ তাদের এলাকায় নিয়ে যায়।ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনার সত্যতা যাচাই করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে স্বর্ণা দাসের মৃত্যু বিএসএফের গুলিতে নয়, বরঞ্চ বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) গুলিতেই মৃত্যু হয়েছে । সেদেশের মধ্যে ভারত বিদ্বেষ ছড়াতে এবং ভারত প্রেমী হিন্দুদের মানসিকতার পরিবর্তন করতে সমস্ত দায় বিএসএফের উপর চাপানোর চেষ্টা করছে বাংলাদেশের সরকার ও সংবাদ মাধ্যম । যদিও এই বিষয়ে বিএসএফ-এর তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি ।
ভয়েস অফ বাংলাদেশি হিন্দু জানিয়েছে, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে ইসলামপন্থী নিপীড়নের পর,১২ বছর বয়সী স্বর্ণা রানী দাস এবং তার মা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সিদ্ধান্ত নেন। ত্রিপুরায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে ধরা পড়েছে মা । তবে মেয়েটি দৌড়ে সীমান্ত থেকে ১০০ মিটারের মধ্যে চলে আসে। তখন বিজিবি তাকে গুলি করে হত্যা করে ।।