এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৪ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের তৃণমূল নেতা চঞ্চল বক্সি খুনের ঘটনায় গ্রেফতার হল আরও একজন । ধৃতের নাম আয়ূব খান ওরফে বুম্বা(২৬) । আউশগ্রাম ২ ব্লকের দেবশালা অঞ্চলের ভাতকুন্ডা গ্রামের বাসিন্দা ওই যুবককে সোমবার রাতে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় বলে খবর । মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
দেবশালা গ্রামের বাসিন্দা যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সি গত ৭ সেপ্টেম্বর খুন হন । ওই দিন তিনি তাঁর বাবাকে সঙ্গে নিয়ে গেরাই গ্রাম থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুটি বাইকে চড়ে আসা দুষ্কৃতিরা তাঁকে এলোপাতাড়ি গুলি চালিয়ে খুন করে । ঘটনার তদন্তে নেমে পুলিশ আসানুর মণ্ডল, মনির হোসেন মোল্লা ও বিশ্বরূপ মণ্ডল নামে তৃণমূল কংগ্রেসের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করে ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে এই খুনের ঘটনায় প্রথম থেকেই জড়িত ছিল ভাতকুন্ডা গ্রামের বাসিন্দা আয়ূব খান ওই যুবক । আসানুরের বিশ্বস্ত বলে পরিচিত আয়ূবের দায়িত্ব ছিল মূলত চঞ্চল বক্সির গতিবিধির উপর নজর রাখা । তবে সেও গুলি চালিয়েছিল কিনা ও এই ঘটনায় আর কারা জড়িত ছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তদন্তকারী আধিকারিকরা ।।