এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২২ আগস্ট : মঙ্গলকোটে তৃণমূল নেতা অসীম দাসকে খুনের ঘটনায় রিপন শেখ নামে আরও ১ জনকে গ্রেফতার করল সিআইডি । মঙ্গলকোটের সীতাহাটি গ্রামের বাসিন্দা রিপনকে শনিবার রাতে বর্ধমান শহরের নবাবহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে । সিআইডি সুত্রে খবর, খুনের ঘটনার মাস্টার মাইন্ড শেখ রাজুর ডান হাত হিসাবে কাজ করত রিপন । তৃণমুল নেতা অসীম দাসকে খুনে সে লিঙ্কম্যান হিসাবে কাজ করেছিল । রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় সিআইডি । বিচারক ধৃতকে ৮ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেন । রিপনকে নিয়ে এই মামলায় এযাবৎ মোট ছ’ জনকে গ্রেফতার করা হল।
গত ১২ জুলাই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে খুন হন তৃণমূলের লাখুরিয়া অঞ্চল সভাপতি অসীম দাস । খুব কাছ থেকে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতিরা । গত ১৬ জুন এই খুনের মামলার তদন্তভার সিআইডির হাতে যায় । তদন্তে নেমে খুনের মামলার মাস্টারমাইন্ড তথা বালি মাফিয়া শেখ রাজুকে দিল্লিতে থেকে গ্রেফতার করে সিআইডি । তাকে জেরা করেই সিআইডি রিপন শেখের নাম জানতে পারে বলে জানা গেছে ।
জানা গেছে,রিপন শেখ ১০০ দিনের কাজে সুপারভাইজার হিসাবে কাজ করত । সুপারি কিলারদের সঙ্গে যোগাযোগ করে দেওয়া ও তৃণমূল নেতা অসীম দাসের গতিবিধির উপর নজর রাখার মূল দায়িত্ব ছিল রিপনের উপরেই । রিপনই সুপারি কিলারদেরকে তাদের টার্গেট চিনিয়ে দিয়েছিল বলে সিআইডি তদন্তে জানতে পারে বলে খবর ।
জানা গেছে,রাজুর কাছ থেকে নাম জানার পর থেকেই খুনের মামলার লিঙ্কম্যান রিপনের সন্ধান চালাচ্ছিল সিআইডি । শনিবার রাতে গোপন সুত্র থেকে খবর আসে নবাবহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করছে রিপন । খবর পেতেই সিআইডির একটি দল সেখানে হানা দিয়ে তাকে ধরে ফেলে । রিপন রাজ্য ছেড়ে কোথাও পালাবার মতলব করছিল বলে অনুমান সিআইডির । এখন ধৃতকে জেরা করে তৃনমূল নেতাকে খুনের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে সিআইডি ।।