এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,০৭ জানুয়ারী : আদিবাসী কিশোরীকে ধর্ষনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল ভাতাড় থানার পুলিশ ।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম জামাল শেখ(৩১ ) । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের ভাতাড় থানার সেঁড়ুয়া গ্রামে । বৃহস্পতিবার সকালে বলগোনা বাজার থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে এদিন বর্ধমান আদালতে তোলা হয় ।
নির্যাতিতা আদিবাসী কিশোরীর বাড়ি ভাতাড় থানার নৃসিংপুর গ্রামে । ঘটনাটি ঘটে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় । ওইদিন বাড়ির অদুরে ক্যানেলের ধারে শৌচকর্ম সারতে গিয়েছিল বছর পনেরোর ওই মেয়েটি । সেই সময় পাশের সেঁড়ুয়া গ্রামের বাসিন্দা জামাল শেখ ও শেখ রেজাউল নামে দুই যুবক ওই রাস্তা দিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিল । তারা ওই কিশোরীকে জোর করে বাইকে তুলে নিয়ে নির্জন জায়গায় চলে যায় বলে অভিযোগ ৷ বেশ কিছুক্ষন পর ওই কিশোরী বাড়ি ফিরে এসে ঘটনার কথা জানায় । তারপর ওইদিন রাতেই দিকে ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার । অভিযোগের ভিত্তিতে পরের দিন প্রতিবন্ধী যুবক শেখ রেজাউলকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানী ও পকসো আইনে মামলা দায়ের করা হয় ।
এদিকে শ্লীলতাহানীর মামলা নিয়ে আপত্তি জানায়
আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পুর্ব বর্ধমান জেলা সংগঠন । তাঁদের অভিযোগ, কিশোরীকে ধর্ষন করা হয়েছিল । তাই শ্লীলতাহানীর পরিবর্তে ধর্ষনের মামলা রজু করার দাবিতে গত ১৬ ডিসেম্বর ভাতাড় থানার সামনে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের সদস্য ও সদস্যারা । পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।
ওই ঘটনার পরে এদিন আরও এক অভিযুক্ত জামাল শেখকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সুত্রে খবর,ঘটনার পর থেকেই ফেরার ছিল জামাল । এদিন সকালে সে বলগোনা বাজারে ঘোরাঘুরি করছিল । খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে ।।