দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ মে : অজানা গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর পর পূর্ব বর্ধমান জেলার ভাতারে ফের দূর্ঘটনা ঘটেছে । এবারে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম হল সাইকেল আরোহীসহ ৩ জন । বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা দূর্ঘটনাটি ঘটেছে ভাতারের আলিনগর মোড়ের কাছে । আহতরা হলেন ভাতারের বামশোর গ্রামের বাসিন্দা সাইকেল আরোহী মদন দাস(৬২), বাইক চালক কাপশোর গ্রামের বাসিন্দা আকাশ শেখ এবং আকাশের বাইকে থাকা পিকু শেখ নামে এক নাবালক । খবর পেয়ে আহতদের প্রথমে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য আনে পুলিশ । পরে ৩ জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
জানা গেছে,এদিন ভাতার বাজার থেকে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ মদন দাস । সেই সময় নাবালক পিকু শেখকে বাইকে চাপিয়ে ভাতার বাজার আসছিল আকাশ শেখ । প্রচন্ড গতিতে বাইক চালানোর কারনে আলিনগর মোড়ের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মদনবাবুর সাইকেলে মুখোমুখি সজোরে ধাক্কা দেয় আকাশ । তিনজনেই গুরুতর আহত অবস্থায় রাস্তার উপর ছিটকে পড়ে । পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।।