শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২০ ডিসেম্বর : খাবারের আশায় রাস্তার পাশে পড়ে থাকা একটা প্লাস্টিকের কৌটার ভেতরে মুখ ঢুকিয়েছিল একটা পথ কুকুর৷ কিন্তু খাবার তো মিলেইনি উল্টে কৌটোটি তার মুখে আটকে যায় ৷ স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টা করেও কুকুরটাকে কৌটো মুক্ত করতে পারিনি । শেষ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার মুরাতিপুর এলাকার বাসিন্দা পশুপ্রেমী যুবক শেখ আমির খবর পেয়ে দীর্ঘ পাঁচ দিন বাদ কুকুরটিকে কৌটোমুক্ত করে তার প্রাণ বাঁচালেন ।
জানা যায়,ভাতার থানার ঘোলদা গ্রামের দক্ষিণপাড়ায় দিন পাঁচেক আগে একটি পথ কুকুরের মুখে একটা প্লাস্টিকের কৌটো আটকে গিয়েছিল । পাঁচ দিন ধরে অভুক্ত অবস্থায় ছিল ওই কুকুরটি । স্থানীয় যুবকরা চেষ্টা করলেও ওই কৌটোমুক্ত করতে পারেননি। অবশেষে ভাতারের ঘোলদা গ্রামের বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার সেখ আব্বাস ওরফে বাবু মুরাতিপুরের বাসিন্দা পশুপ্রেমী যুবক আমির সেখকে খবর দেন। খবর পেয়ে আজ শুক্রবার বিকালে আমির শেখ ভাতারের ঘোলদা গ্রামে যান । স্থানীয় মানুষের সহযোগিতায় তিনি ওই কুকুরটি জাল দিয়ে ধরে প্লাস্টিকের কৌটো কেটে বের করেন। স্থানীয়রা জানান, পাঁচ দিন ধরে ওই কুকুরটি কিছু খেতে পারেনি। প্রায় মরণাপন্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। আমির এসে তার প্রাণ বাঁচালো । এজন্য শেখ আমিরের ভূয়সী প্রশংসা করেছেন তারা ।।