এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৮ জানুয়ারী : আসামের কোকরাঝাড়ের দুরামারি গ্রামে ৬ গরু পাচারকারীর বাড়িতে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা। ওই ৬ গরু পাচারকারী হল : দুরামারী, হেকাইপাড়া ও তবুরসার গ্রামের বাসিন্দা শাহজাহান শেখ, মইদুল শেখ, সানোয়ার শেখ, আমজাদ আলী, সুরমান আলী এবং আসাদ আলী আকন্দ। গরু চুরি করে পাচারের অভিযোগের প্রতিশোধ হিসেবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে খবর ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি বিশমুড়ি থানার অন্তর্গত সমরপুর গ্রাম থেকে দুটি গরু চুরির ঘটনাকে ঘিরে ঘটনার সূত্রপাত। চুরি যাওয়া গবাদি পশুগুলো গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে । ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । এরপর আজ ক্ষিপ্ত গ্রামবাসী জড়ো হয়ে ৬ জন গরু পাচারকারীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় । আগুন লাগানোর পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশকে সতর্ক করা হয়েছে, এবং পরিস্থিতি মোকাবেলা এবং শান্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে।।