এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১৫ এপ্রিল : ওয়াকফ আইনের প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গে হিংসা অব্যাহত । মুর্শিদাবাদ ছাড়াও রাজ্যের অনেক জেলা ইসলামিক মৌলবাদীদের হিংসারআগুনে পুড়ছে । আর তাতে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । মুর্শিদাবাদের জঙ্গিপুরের দাঙ্গা কবলিত এলাকার বাসিন্দা শত শত হিন্দু পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে । বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ‘বাবা বাগেশ্বর’ মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।
পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন,’আমি শুনেছি যে হিন্দুরা সেখান থেকে দেশান্তরিত হচ্ছে। যদি এভাবে চলতে থাকে, তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যখন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট থেকেও হিন্দুরা দেশান্তরিত হবে।’ পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আরও বলেন,’দেশে হিন্দুরা ভীত। এই সবই পরিকল্পিতভাবে করা হচ্ছে। এটি দেশের জন্য এবং বিশেষ করে হিন্দুদের জন্য দুর্ভাগ্যজনক, কারণ হিন্দুরা ঐক্যবদ্ধ নয়। তবে, আমি বিশ্বাস করি যে এই সব শীঘ্রই বন্ধ হবে।’
উল্লেখ্য,গত ৮ এবং ১১ এপ্রিল মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। মুর্শিদাবাদের হিংসায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, বিজেপি নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি শেষে, কলকাতা হাইকোর্ট জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে । ইসলামী মৌলবাদী সহিংসতার কারণে, শত শত হিন্দু গঙ্গা নদী পার হয়ে নিকটবর্তী মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের একটা স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ।
গতকাল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়ের ভোজেরহাটের কাছে শিয়ালদহের রামলীলা ময়দানে সমাবেশে যোগ দিতে যাওয়া আইএসএফ সমর্থকদের ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ । সেই সময়, মীনাখানা এবং সন্দেশখালি থেকেও বিপুল সংখ্যক আইএসএফ সমর্থক সেখানে জড়ো হয়েছিল। পুলিশ যখন তাদের থামায়, তখন জনতা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এর পর থেকেই শুরু হয় হিংসা । একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে বিক্ষোভকারীরা কিছু পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় অনেক পুলিশ সদস্য আহত হন।
এদিকে সোমবার ভাঙড়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ব্যাপক হিংসার ঘটনায় রাতভর তল্লাশি চালিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ । সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে ।।

