এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,০৩ সেপ্টেম্বর : ইসলাম ধর্মে ক্ষুব্ধ হয়ে কোরান পোড়ালেন উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার বাসিন্দা পেশায় আইনজীবী ইমরান নামের এক যুবক । ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে ইসলাম ধর্ম নিয়ে অনেক আপত্তিকর মন্তব্যও করেছেন তিনি । ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে । কোরান পোড়ানোর সময় ইমরান বলেছেন,’জিভের সন্তুষ্টির জন্য আল্লাহর নাম নেয় । কোরানের ২৬ টি শয়তানী আয়াত রয়েছে যা প্রকাশ্যে কাফেরদের নামে মানুষকে হত্যা করার আদেশ দেয়। ইমরান তিন তালাক, হালালা এবং শরিয়ার কথা বলে ৯ বছর বয়সী মেয়েকে ইরানে নিকাহ করার আইনানুগ স্বীকৃতি দেওয়ার মতো বিষয়গুলি উল্লেখ করেছেন । ভিডিওতে তিনি নবী মুহাম্মদের নামও নিয়েছেন। ইমরান ইসলাম ত্যাগ করে সনাতন ধর্মে ফিরে যাওয়ার ঘোষণাও করেছেন ।
হিন্দি নিউজ পোর্টাল ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুলন্দশহরের শিকারপুর থানা এলাকায়। রবিবার একই শহরের বাসিন্দা শহিদ নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন । তার বক্তব্য, শনিবার শিকারপুরের বাসিন্দা ইমরান ইউটিউবে একটি আপত্তিকর ভিডিও শেয়ার করেছিলেন। এই ভিডিওতে ইমরান শুধু কোরান পোড়াননি, ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্যও করছেন। ইমরানের বিরুদ্ধে নবীকে অসম্মান করার অভিযোগও তুলেছেন শাহিদ। তার অনুভূতিতে আঘাত লেগেছে এবং মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে যুক্তি দেখিয়ে ইমরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শাহিদ।
প্রতিবেদন অনুযায়ী,এই অভিযোগে আইনজীবী ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর-এ ভারতীয় জাস্টিস কোড (বিএনএস) এর ১৯২,২৯৯,৩০২ এবং ৩৫৩ ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) পুলিশ জানায়, অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও অন্যান্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।।