এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ সেপ্টেম্বর : বাবা-মায়ের উপর ক্ষিপ্ত হয়ে ৭২ বছরের বৃদ্ধা ঠাকুমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করল এক যুবক । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার মোরগ্রামে । পুলিশ ঘাতক যুবক প্রসেনজিৎ মাঝি ওরফে কাজলকে (২৭) গ্রেপ্তার করেছে । আজ বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে দীর্ঘদিন ধরেই মানসিক রোগের শিকার ওই যুবক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,কেতুগ্রাম থানার মোরগ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা কাশীনাথ মাঝি ও লাবনীদেবীর ছেলে কাজল । অল্পতেই সে রেগে যায় ৷ আর রাগ হলেই হাতের কাছে যা পায় তা দিয়ে মা-বাবার উপর হামলা চালায় । যেকারণে পরিবারের লোকজন তাকে পারতপক্ষে এড়িয়ে চলত । বুধবার গভীর রাতে হঠাৎ কোনো কারনে মেজাজ বিগড়ে যায় কাজলের ৷ তারপর সে একটি দা নিয়ে বাবা মাকে মারতে যায় । প্রাণ বাঁচাতে কাশীনাথবাবু ও লাবনীদেবী বাড়ি ছেড়ে পালিয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন । সেই সময় বাড়িতে ছিল তাদের ছেলে এবং কাশীনাথবাবুর বৃদ্ধা মা চিন্তামণিদেবী । কিন্তু আজ বৃহস্পতিবার ভোরের দিকে ওই দম্পতি বাড়ি ফিরে এসে দেখেন ঘরের মধ্যে চিন্তামণিদেবীর রক্তাক্ত ক্ষতবিক্ষত নিথর দেহ পড়ে রয়েছে । পাশেই রক্তাক্ত দা হাতে দাঁড়িয়ে আছে ঘাতক যুবক । ঠাকুমাকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে বাবা-মাকে কুপিয়ে খুনের হুমকি দেয় দম্পতির ছেলে ।
জানা গেছে,ছেলের মুখ থেকে একথা শুনে ফের বাড়ি থেকে পালিয়ে যান ওই দম্পতি । তারা প্রতিবেশীদের ঘটনার কথা জানান । শেষ পর্যন্ত প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক যুবককে উদ্ধার করে । উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কাটারিটি । পরে কাশীনাথবাবুর সম্পর্কীয় ভাই তাপস মাঝির অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘাতক যুবককে গ্রেফতার করে ।।