এইদিন ওয়েবডেস্ক, ভাতার(পূর্ব বর্ধমান),২২ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক অসহায় জনমজুরের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল ‘অঙ্গীকার’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থাকে বিপদের দিনে পাশে পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন রোগীর পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরাও।
ভাতারের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা অজয় ধাড়া কয়েকমাস ধরে কমবেশি অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা ভীষন খারাপ হলে তাকে বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বেসরকারি নার্সিংহোমে বাধ্য হয়ে ভর্তি করলেও চিকিৎসার খরচ বহনের মতন আর্থিক সঙ্গতি পরিবারের নেই। জানা যায়,অজয়বাবুর এক আত্মীয় অঙ্গীকার নামে সংস্থার কর্মকর্তা অভিরূপ যশের সঙ্গে যোগাযোগ করেন। অভিরূপবাবু ও তার সহকর্মীরা ওই রোগীর সঙ্গে দেখা করেন। তারপর এদিন শনিবার প্রায় ৯০০০ টাকার জীবনদায়ী ওষুধ সংস্থার পক্ষ থেকে তুলে দেন। পাশাপাশি রোগীর এমআরআই করানোর খরচ বহনের আশ্বাস দেন। অভিরূপ যশ বলেন ” চিকিৎকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওই রোগীর মাল্টিপেল অর্গান ড্যামেজ হয়ে ভর্তি হয়েছেন। আমরা ওই দরিদ্র পরিবারটির পাশে আছি। আশা করছি সুস্থ হয়ে উনি বাড়ি ফিরবেন ।’।