এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০১ জুলাই : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম-১ ব্লকের কোমড়পুর- চাকটা সড়কপথের একাংশের বেহাল অবস্থার কারনে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, সড়কপথটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারনে রাস্তা জুড়ে খানাখন্দে ভর্তি হয়ে গেছে । বিশেষ করে বিরুরি বাসস্ট্যান্ড থেকে চাকটা পর্যন্ত ৫ কিমি অংশের মাঝে মাঝেই দু’পাশে প্রায় হাঁটু সমান গর্ত । তাতে বর্ষার বৃষ্টিপাতের জল জমায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে সাইকেল ও বাইক আরোহীরা । এনিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
জানা গেছে, কোমড়পুর- চাকটা সড়কপথের উপর নির্ভরশীল একাধিক গ্রাম । এই রাস্তা দিয়েই নিত্যদিন অফিস-কাছারি, বাজার-হাট যাতায়াত করেন কোমরপুর, চিনিসপুর, আনখোনা,বিরুরি, চাকটা সহ একধিক গ্রামের বাসিন্দারা । এছাড়া চাকটা-বর্ধমান, চাকটা-কাটোয়া, চাকটা-সালার ও চাকটা-কলকাতা সহ একাধিক রুটের বাস চলাচল করে এই রাস্তার উপর দিয়ে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে,এত গুরুত্বপূর্ণ সড়কপথ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কোনও সংস্কার হয়নি । ফলে সড়ক পথের মাঝে মাঝে গভীর গর্তের সৃষ্টি হয়েছে । তাতে বর্ষার বৃষ্টিপাতের ফলে প্রায় হাঁটু অবদি জল জমে আছে । ফলে সাইকেল,মটর সাইকেল তো দুর অস্ত পায়ে হেঁটে চলাচল করাই দুরুহ হয়ে পড়েছে । বিরুরি বাসস্ট্যান্ড থেকে চাকটা পর্যন্ত ৫ কিমি যেতে প্রায় এক ঘন্টা সময় লেগে যাচ্ছে । গ্রামবাসীদের অভিযোগ,রাস্তা সংস্কারের জন্য তাঁরা বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেছিলেন । প্রতিশ্রুতিও মিলেছিল । কিন্তু কাজের কাজ কিছু হয়নি । এনিয়ে তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । রাস্তাটি অবিলম্বে সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা ।
এই বিষয়ে পূর্ত (সড়ক) বিভাগের রামজীবনপুর হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অসীম ঘোষ বলেন, ‘ওই রাস্তা সংস্কারের ৪ কোটি করে ৮ কোটি টাকার দুটি ডিপিআর পাঠিয়েছি । অনুমোদন পেলেই কাজ শুরু হয়ে যাবে ।’
কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শেখ শাহনওয়াজ জানিয়েছেন, রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করার জন্য তিনি জেলা শাসক ও পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলেছেন ।।